মদ খেয়ে ঘটনাস্থলেই মৃত তিন ,মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আর তিন

মদ খেয়ে ঘটনাস্থলেই মৃত তিন ,মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আর তিন

পোলট্রি ফার্মে বসেছিল মদের আসর। কিন্তু, সেই মদই যে প্রাণ কেড়ে নেবে, তা বোঝেননি ‘আসরে’-এ উপস্থিত যুবকরা। জলের বদলে ফার্মে থাকা রাসায়নিক মদে মিশিয়ে খেয়ে ফেলতেই বিপত্তি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। বাকি তিন জন গুরুতর অসুস্থ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা।  এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত কৃষ্ণমোহন রেল স্টেশন লাগোয়া অঞ্চলে।

ঠিক কী ঘটেছিল? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই এলাকায় গত দু’দিন ধরে অনুষ্ঠিত হচ্ছিল মনসা গান। গতকাল মঙ্গলবারই ছিল মনসা গানের শেষ দিন। আর ওই দিনই এলাকার কিছু যুবক পোলট্রি ফার্মে মদের আসর বসিয়েছিলেন। সূত্রের খবর, এদিন মদে জল মেশাননি তাঁরা। পরিবর্তে ফার্মের ভেতর রাখা রাসায়নিক মিশিয়ে খেয়ে ফেলেন।

বিষক্রিয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের, জানা গিয়েছে এমনটাই। পরে তাঁদের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।  অন্যদিকে, তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসারত তাঁরা। অসুস্থ এক যুবকের বাবা বলেন, “আমার ছেলে টোটো চালায়।

সকালে উঠে দেখি মেয়ে চিৎকার করছে দাদা মদের সঙ্গে বিষ খেয়েছে। পরে জানতে পারি ছেলের অসুস্থতার কথা।” তাঁর ছেলে বাবা-মার কথা মান্য করে না বলেও আক্ষেপ ওই ব্যক্তির। এদিন পোলট্রি ফার্মে বসা মদের আসরে দু’জন অবাঙালি যুবক উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁরা ওই পোলট্রি ফার্মে কর্মরত ছিলেন এবং স্থানীয় বাসিন্দা নন।  চিকিৎসকরা জানাচ্ছেন, হাসপাতালে বিষমদ খেয়ে ভর্তি হওয়া ওই দুই যুবক এখনও পুরোপুরি বিপন্মুক্ত নয়।

তাঁদের চিকিৎসা করা হচ্ছে। এদিকে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল? মদের সঙ্গে কেন হঠাৎ রাসায়নিক মিশিয়ে খেতে গেলেন ওই যুবকরা? নাকি এই ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কাহিনী, খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই প্রাথমিক জিজ্ঞাসাাবাদ করা হচ্ছে। বারুইপুর থানার পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।  এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। হতবাক এলাকাবাসী।