শ্রাবন মাসের শেষ সোমবার! সমস্যা দূর করতে, অভিষেক করে এই ভাবে করুন মহাদেবের পূজো

আজবাংলা আজ ১৭ অগাস্ট (সোমবার) | এই সোমবার শ্রাবন মাসের শেষ সোমবার | আমার সকলেই জানি শ্রাবণ মাস হল মহাদেবেরই মাস | সেই শ্রাবণ মাসের সোমবার মহাদেবের পুজোর বিশেষ দিন | সকলেই বাড়িতে মহাদেবের পুজো করেন |
কিন্তু অনেকেই জানান না মহাদেবের পুজোর আগে দেবতাকে অভিষেক করতে হয় | অভিষেকের অনেক ধরন রয়েছে | একেক রকম অভিষেকের একেক রকমের ফল পাওয়া যায় | চলুন জেনে নেওয়া যাক মহাদেবের কি কি ধরণের অভিষেক ভক্তদের করতে হয় |
• আয়ের পথ খুলে যখন আপনি গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করবেন |
• আপনার কোনদিনও অন্নের অভাব হবে না যদি আপনি গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করেন |
• সকলের মনষ্কামনা পূর্ণ হবে যদি আপনি সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করেন |
• প্রেম জীবন সফল করতে হলে আপনাকে ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করতে হবে |
• মহিলাদের সৌভাগ্য প্রাপ্তির জন্য পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করুন |
• বিবাহে বিঘ্ন দূর করতে পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করুন |
• কালসর্প দোষের প্রভাব কমে যায় যদি আপনি রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে, জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করেন |