রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোর মধ্যেই মৃত্যু হল এক ব্যক্তির!

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোর মধ্যেই মৃত্যু হল এক ব্যক্তির! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি (Jalpaiguri) শহরের ২ নম্বর গুমটি এলাকায়। স্থানীয় মানুষজন সন্দেহ করেছিল যে, করোনা (Coronavirus) সংক্রমণের কারণেই হয়তো মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে যে, ওই ব্যক্তির করোনা হয়নি।
জানা গিয়েছে, মৃতের নাম হাসমুখ আলি। বয়স আনুমানিক ৫০ বছর।এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ওই ব্যক্তি। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়। দেখাশোনারও তেমন কেউ নেই। এই অবস্থায় কার্যত বিনা চিকিত্সাতেই পড়েছিলেন তিনি। তেমন কোনও চিকিত্সাও হয়নি তাঁর।
এরপরই এদিন জলপাইগুড়ি শহরের ২ নম্বর গুমটি এলাকায় একটি টোটোর মধ্যে প্রৌঢ় হাসমুখ আলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অনেক স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেওয়া সত্ত্বেও, কেউ তাঁর চিকিত্সার জন্য এগিয়ে আসেনি। তাই একরকম বিনা চিকিত্সাতেই মৃত্যু হল তাঁর।
এমনকি টোটোর মধ্যেই দীর্ঘক্ষণ পড়েছিল মৃতদেহটি। শেষে খবর পেয়ে হাসমুখ আলির মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস। দেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই জানা যায়, ওই ব্যক্তি করোনায় সংক্রামিত হয়নি।