অসাংবিধানিক আচরণের জন্য সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন

সংসদের মধ্যেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে কাগজ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার জের। বড় শাস্তি পেলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। গোটা বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হল তৃণমূলের রাজ্যসভার সাংসদকে। এ দিন রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডু তৃণমূল সাংসদের এই শাস্তির ঘোষণা করেন। এই শাস্তি ঘোষণার পরই তীব্র প্রতিবাদ করেন রাজ্যসভার তৃণমূল সাংসদরা।
তাঁদের পাল্টা অভিযোগ, বৃহস্পতিবার সংসদ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি শান্তনু সেনকে গালিগালাজ করেন এবং তাঁকে আক্রমণ করারও চেষ্টা করেছিলেন। হরদীপ সিং পুরির বিরুদ্ধে পাল্টা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল সাংসদরাও।এদিন অধিবেশন শুরু হতেই রাজ্যসভার চেয়ারম্যান প্রশ্ন তোলেন, 'কোন উদ্দেশ্যে সংসদকে বারবার অচল করা হচ্ছে?'
এরপরই বিজেপির তরফ থেকে শান্তনুর বিরুদ্ধে সাসপেনশন প্রস্তাব আনা হয় এবং তারপরেই তা মঞ্জুর করেন বেঙ্কাইয়া নাইড়ু। তৃণমূল পয়েন্ট অফ অর্ডার তোলার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তখনই তুমুল হট্টগোল শুরু করেন তৃণমূল সাংসদরা। দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভা।
বৃহস্পতিবার পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল ছিল রাজ্যসভা। রাজনীতিক থেকে বিশিষ্ট মানুষের ফোনে নজরদারির অভিযোগের জবাব দিতে ওঠেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। তখনই তার হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তার ছিড়ে ফেলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। সেই ঘটনায় এবার তাঁকে সাসপেন্ড করা হল।