ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জয়ী দুই নির্দল প্রার্থীকে অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে। ইসলামপুরের গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতে মোট ২৩ টি আসন।
এখানে চোপড়ার বিধায়ক হামিদুল ইসলাম ও ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেনের দ্বন্দ্বের কারণে তৃণমূলের দলীয় প্রতীক দিতে পারেননি নেতৃত্ব। ফলে সবাই পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে ভোটে লড়াই করেছেন। জাকির হুসেনের তরফে ১২ জন ভোটে জয়ী হয়েছেন। ২০ দিন ধরে তারা ঘর ছাড়া। আগামিকাল বোর্ড গঠন হওয়ার করা। সেই কারণে বাসে করে সদস্যের বাড়ি ফেরানো হচ্ছিল।
অভিযোগ, পথে ২ জন জয়ী প্রার্থীকে অপহরণ করে আবদুল করিম চৌধুরী ও হামিদুল ইসলামের অনুগামীরা। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের পতকা হাতে নিয়ে মঙ্গলবার রাতে ধরনায় বসে জাকির হোসেন গোষ্ঠীর লোক। পুলিশ প্রশাসনের কাছে তাঁদের দাবি, যারা তাঁদের দুই পঞ্চায়েত সদস্যকে অপহরণ করে নিয়ে গিয়েছে তাঁদের গ্রেপ্তার করতে হবে।
উদ্ধার করতে হবে অপহৃত সদস্যদের। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই নির্দল পঞ্চায়েত সদস্যদের অপহরণ করার অভিযোগ উঠল তৃণমূল নেতার অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে।
আরো পড়ুন জীবনী মন্দির দর্শন ইতিহাস ধর্ম জেলা শহর শেয়ার বাজার কালীপূজা যোগ ব্যায়াম আজকের রাশিফল পুজা পাঠ দুর্গাপুজো ব্রত কথা মিউচুয়াল ফান্ড বিনিয়োগ জ্যোতিষশাস্ত্র টোটকা লক্ষ্মী পূজা ভ্রমণ বার্ষিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আজ বিশেষ রান্নাঘর প্রাপ্তবয়স্ক বাংলা পঞ্জিকা