মালদায় কলেজে ভরতির টাকা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ

চাঁচল : কলেজে ভরতির টাকা নিয়ে Trinamool তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছেন দুইপক্ষের বেশ কয়েকজন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে Malda মালদার Chanchal চাঁচল ২ ব্লকের মালতিপুর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চাঁচল থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ফের কটাক্ষের সুর বিরোধীদের গলায়।
মালদা জেলা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক আমানত সরকার চাঁচল কলেজের অস্থায়ী কর্মী। অভিযোগ, আমানত ছাত্র ভরতির জন্য প্রত্যেকের থেকে ২০ হাজার টাকা করে নিয়েছে। এই টাকা নেওয়া নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ।
চাঁচল ২ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি মহম্মদ রিজওয়ান ঘটনার প্রতিবাদ করেন। এরপরেই এনিয়ে গতকাল দুই গোষ্ঠীর মধ্যে বচসা বাঁধে। নিমেষে বচসা সংঘর্ষের রূপ নেয়। লাঠিসোটা নিয়ে চলতে থাকে মারধর।
ঘটনায় আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দুপক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশকর্মীরা। এদিকে, গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে জেলা তৃণমূল নেতৃত্ব।