ফেজ টুপি পরে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে তৃণমূল নেতা রাজ চক্রবর্তী

ফেজ টুপি পরে ছবি দিয়ে  সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে তৃণমূল নেতা রাজ চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় সুতীব্র ট্রোলের মুখে তৃণমূল নেতা রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রেহাই নেই তাঁদের বছর দেড়েকের পুত্র ইউভানেরও। ধেয়ে এল গালিগালাজ, রটল ভুয়ো খবর। নেপথ্যে রাজের এক পোস্ট। ঘুরতে গিয়েছে চক্রবর্তী পরিবার। রাজস্থান-দিল্লি ঘুরে কলকাতা ফেরার কথা। ভ্রমণের দ্বিতীয় দিনে তাঁরা গিয়েছিলেন ভারতের অন্যতম জনপ্রিয় দরগাহ আজমের শরিফ।

আজমের শরিফের নিয়মানুযায়ী মাথা ঢেকে ঢুকতে হয় অন্দরে। যে ছবি রাজ শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে মাথা ফেজ টুপি পরেছেন বাবা-ছেলে।অন্যদিকে শুভশ্রী জড়িয়েছেন মাথায় ওড়না। রাজ ও শুভশ্রীর বন্ধু নীল রায় ও তাঁর স্ত্রী ফলক রশিদ রায়– যারা এই ট্রিপে তাঁদের সঙ্গী তাঁদেরকেও দেখা গিয়েছে ওই একই বেশে। আর এতেই শুরু হয়েছে ট্রোলিং।

অনেকেই আবার আজমের শরিফে যাওয়া নিয়ে প্রশ্ন না তুললেও রাজ ও তাঁর সন্তানের ফেজ টুপি পরে ছবি দেওয়াকে ভাল চোখে দেখেননি। উঠেছে ধর্ম নিয়ে নানা কথা, নানা মন্তব্য।রটেছে চক্রবর্তী পরিবার নাকি স্বধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে। ইউভানকেও উপলক্ষ করে করা হয়েছে নানা মন্তব্য। যদিও রাজ বা শুভশ্রী এখনও পর্যন্ত এই নিয়ে প্রতিক্রিয়া দেননি।

ট্রিপ থেকে ফিরে এসেই গুরুদায়িত্ব রয়েছে রাজের উপর। করোনা কাঁটা পেরিয়ে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্‍সব। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উত্‍সব। শেষ হবে ১ মে। সত্যজিত্‍ রায়ের জন্ম শতবর্ষপূর্তির ঠিক এক দিন আগেই শেষ হবে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উত্‍সব। তবে নবান্নে নয়, আপাতত ঠিক হয়েছে নজরুল মঞ্চেই আয়োজিত হবে উদ্বোধনী অনুষ্ঠান।