কাঁথি থানায় নূপুর শর্মার বিরুদ্ধে FIR করলেন তৃণমূল নেতা

রবিবার সকালে বহিষ্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার ( Nupur Sharma) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল কাঁথি থানায়। তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সাধারণ সম্পাদক তথা আইনজীবী আবু সোহেল ভারতীয় দণ্ডবিধির ১৫৩(এ) , ৫০৪, ৫০২ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করেছেন। প্রসঙ্গত, প্রাক্তন বিজেপি নেত্রীর মন্তব্যর প্রতিবাদে রাজ্যের থানায় থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই পরামর্শ মেনেই দায়ের হল অভিযোগ। ইতিপূর্বে তাঁর গ্রেপ্তারির দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করেছেন তৃণমূল কর্মীরা। রবিবার সকালে হাওড়ার পাঁচলা, উলুবেরিয়া এলাকা থেকে বড় কোনও গণ্ডগোলের খবর নেই। হুগলির ধুলাগড় এলাকায় চলছে পুলিশি টহল। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তেও সতর্ক পুলিশ।
উল্লেখ্য, অশান্তির ছড়িয়ে পড়া আটকাতে মুর্শিদাবাদের তিনটি এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ইন্টারনেট বন্ধ রয়েছে হাওড়াতেও। গত বৃহস্পতিবার থেকে হাওড়ার বিভিন্ন প্রান্তে উত্তেজনা জারি রয়েছে। ওইদিন একটানা প্রায় এগারো ঘণ্টা ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে।
অবরোধের জেরে জাতীয় সড়কে কার্যত গাড়ির লাইন লেগে যায়। শুক্রবারও ধূলাগড় ও উলুবেড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ হয়। পুলিশ কিয়স্কে আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি মোটরবাইক ও সাইকেল। তৃণমূল ও বিজেপির কার্যালয়ে ভাঙচুর করা হয়। ডোমজুড় থানাতেও হামলা চালায় বিক্ষোভকারী ইসলাম ধর্ম অবলম্বরিরা।