বিজেপিকে এলাকা ছাড়া করে এলাকাতে শান্তি প্রতিষ্ঠার নিদান তৃণমূল নেতার

বিজেপিকে এলাকা ছাড়া করে এলাকাতে শান্তি প্রতিষ্ঠার নিদান তৃণমূল নেতার

তৃণমূলের অঞ্চল সম্মেলন থেকে বিজেপিকে এলাকা ছাড়া করে এলাকাতে শান্তি প্রতিষ্ঠার নিদান শোনা গেল। অভিযোগ, দুবরাজপুর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ রফিউল খান দলের কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছেন বিজেপিকে সমর্থকদের গ্রামছাড়া করার। মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর এলাকার পদুমা গ্রাম পঞ্চায়েতে এলাকায় পঞ্চায়েত নির্বাচনের আগে বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

সেখানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ রফিউল, বীরভূম জেলা তৃণমূলের সম্পাদক ও দুবরাজপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা সুদীপ্ত ঘোষ, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে-সহ একাধিক নেতা।  ওই কর্মিসভায় রবিউল বলেন, ‘‘আপনাদের কাছে বিজেপি আসবে। তাদের ওই হিন্দু-মুসলিম না করে কী উন্নয়ন করেছেন বলুন।

আমি আপনাদের অনুরোধ করব, বিজেপি এলে তাদের গ্রামছাড়া করুন। তাদের শান্তিতে এলাকায় থাকতে দেবেন না। আপনাদের পাশে তৃণমূলই থাকবে।’’ এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘‘সিপিএম, বিজেপি দু’জনকেই গ্রামছাড়া করুন। আমরা আপনাদের পাশে থাকব।  তৃণমূল নেতার এমন নিদানের কারণে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বিরোধীরা এই বক্তব্যকে হুমকি হিসাবেই দেখছে। তাদের দাবি গত নির্বাচনের মতো এবার তৃণমূল বিরোধীদের মনোনয়ন করতে দেবে না। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা মঙ্গলবার বলেন, ‘‘শাসক দলের নেতা প্রত্যেক নির্বাচনের আগেই এমন কাজ করে। আমরা মাঠে নেমে লড়াই করবো, আমাদের পাশে মানুষ আছে।’’