আইপিএলের টিকিট জালের অভিযোগে গ্রেফতার নদিয়ার তৃণমূল ছাত্র নেতা

আইপিএলের টিকিট  জালের অভিযোগে গ্রেফতার নদিয়ার তৃণমূল ছাত্র নেতা

 ধরা পড়েছিলেন আইপিএলের (IPL) টিকিট (Ticket) জাল করে। অভিযুক্ত তৃণমূল (TMC) নেতাকে ক্রমাগত জেরা করে যে তথ্য প্রমাণ পেয়েছে তদন্তকারী অফিসাররা, তাতে চোখ কপালে উঠেছে তাঁদের। সম্প্রতি আইপিএলের টিকিট জাল করার অভিযোগে নদিয়ার তৃণমূল ছাত্র নেতা বিক্রম সাহাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিস।

ওই ঘটনার তদন্ত শুরু হতেই গুণধর তৃণমূল নেতার একের পর এক কীর্তির কথা বেরিয়ে আসছে। পুলিস জানিয়েছে, তদন্তে পুলিস জানতে পেরেছে একটি সামাজিক সংগঠনের লেটার প্যাড বানিয়ে তাতে সরকারি আধিকারিকদের সই নকল করে ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছিলেন তাহেরপুরের বিক্রম।

মোটা টাকার বিনিময়ে বেশ কিছু চাকরিপ্রার্থীকে সেইসব নিয়োগপত্র দিয়ে নদিয়ার সাতটি পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আইপিএলের টিকিট জাল করে গ্রেফতার হওয়ার পরই বিষয়টি সামনে আসে। ইতিমধ্যে এই ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। ঘটনা প্রসঙ্গে নদিয়ার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৃষ্ণাভ ঘোষ বলেন, 'লেটার প্যাডে আমার সই নকল করার বিষয়টি নজরে এসেছে।

অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।' জানা গিয়েছে, প্রায় দশ মাস আগে একটি সামাজিক সংস্থার হয়ে রানাঘাট পুরসভায় কাজ করতেন বিক্রম। তবে তাঁর কাজ ছিল চুক্তিভিত্তিক। কিন্তু কাজে অস্বচ্ছতার অভিযোগ ওঠায় তাঁকে সেখান থেকে তাহেরপুর পুরসভায় সরিয়ে দেওয়া হয়।