প্রয়াত হলেন ত্রিপুরার সিপিএম নেতা বিজন ধর

প্রয়াত হলেন ত্রিপুরার  সিপিএম নেতা বিজন ধর

প্রয়াত হলেন ত্রিপুরার (Tripura) বামফ্রন্ট (Left Front) আহ্বায়ক তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন ধর। সোমবার ভোর চারটে সাত মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। বর্ষীয়ান এই সিপিএম নেতা দীর্ঘদিন ধরে কোভিড পরবর্তী অসুস্থতা নিয়ে কলকাতার হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার রাজনৈতিক কর্মসূচিতে বাংলায় এসেছিলেন।

সেইসময়ে তিনিও হাসপাতালে গিয়ে বিজনবাবুর খোঁজখবর নেন, চিকিত্‍সকদের সঙ্গে কথা বলেন। মাস খানেক আগেই কলকাতার হাসপাতালে মৃত্যু হয় সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের। গৌতমবাবুর আগে বিজন ধরই ছিলেন সিপিএমের ত্রিপুরা রাজ্য সম্পাদক। পরপর দুই বর্ষীয়ান নেতার মৃত্যু ত্রিপুরা সিপিএমের কাছে বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক মহল।

গৌতমবাবুর মৃত্যুর পর রাজ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। বিজন ধরের মৃত্যু নিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, 'রাজ্যের জনজাতিদের অধিকার রক্ষার আন্দোলনে বিজন ধর ছাত্র বয়স থেকে আন্দোলন, সংগ্রামে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু ত্রিপুরার বাম ও গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে বড় ক্ষতি।' 

বিজন ধরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও সিপিএমের কেন্দ্রীয় নেতৃত্ব পলিটব্যুরোর পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে বিজন ধরের প্রয়াণে। আজ সন্ধ্যার মধ্যেই যাতে মরদেহ আগরতলায় নিয়ে যাওয়া যায় এখন সেই চেষ্টা চালাচ্ছে সিপিএম নেতৃত্ব।