ভুয়ো মার্কশিট দেখিয়ে সরকারি চাকরির চেষ্টা, গ্রেফতার ৭

ভুয়ো মার্কশিট দেখিয়ে সরকারি চাকরির চেষ্টা, গ্রেফতার ৭

ফের ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা পদে চাকরি নেওয়ার চেষ্টা। গ্রেফতার হয়েছে ৭ পরীক্ষার্থী৷ মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট স্ক্রুটিনি করে দেখতে গিয়েই প্রতারণার পর্দা ফাঁস হয়। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বালুরঘাট পোস্ট অফিসের আধিকারিকেরাই ওই ৭ জনের প্রতারণার চেষ্টার পর্দা ফাঁস করেন এবং তাদের পুলিশের হাতে তুলে দেন।

গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দু-মাসের মধ্যে একই ঘটনায় মোট ১০ জন গ্রেফতার হল। ফলে এই ঘটনার পিছনে বড় কোনও চক্র রয়েছে কিনা তা ভাবাচ্ছে জেলা পুলিশকে।  পুলিশ জানায়, ধৃতদের নাম মহম্মদ অজগর আলি, শিবনাথ টিজ্ঞা, মৃত্যুঞ্জয় হাঁসদা, প্রদীপ মাহাতো, রমেশ হেমব্রম, রঞ্জিত রায় ও কিরণ সিং। এদের বয়স ২২ বছর থেকে ৩২ বছরের মধ্যে।

এদের মধ্যে মহম্মদ অজগর আলির বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুরে৷ বাকি ছয়জনের বাড়ি উত্তরদিনাজপুর জেলার ইটাহার, করণদিঘি ও হেমতাবাদে৷ এরা ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট দেখিয়ে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবা পদে চাকরি নেওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ। মঙ্গলবার রাতে এদের গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। ধৃতদের ৫ দিনের জন্য নিজেদের হেফাজত চেয়ে বুধবার বালুরঘাট জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনার পিছনে কোনও চক্র রয়েছে কিনা আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে।  জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার বালুরঘাট হেড পোস্ট অফিসে (Balurghat Post Office) গ্রামীণ ডাক সেবা পদে নিয়োগের জন্য নথি যাচাইয়ের কাজ চলছিল।

মূলত মাধ্যমিকের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। সেই সময় ওই ৭ জন চাকরিপ্রার্থীর মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেখে সন্দেহ পোস্ট অফিসের আধিকারিকদের। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করলে এবং নথি খতিয়ে দেখলে ভুয়ো মার্কশিট ও সার্টিফিকেট নিয়ে আসার বিষয়টি নজরে আসে৷ এরপরই তাদের আটকে রেখে রাতের বেলা বালুরঘাট থানায় খবর দেওয়া হয়৷

এবং পরে পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট লিখিত অভিযোগ দায়ের করেন বালুরঘাট থানায়৷ সেই অভিযোগের ভিত্তিতে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ৷  ঘটনার বিষয়ে জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, "পোস্ট অফিসের তরফ থেকে অভিযোগ পেয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আজ আদালতে তুলে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।" এর আগেও একই অভিযোগে তিনজন গ্রেফতার করা হয়েছিল বলে জানান SP।  অন্যদিকে, দিনাজপুর ডিভিশনের বালুরঘাট হেড পোস্ট অফিসের সুপারিন্টেন্ডেন্ট সুশান্ত ভদ্র সংবাদমাধ্যমের কাছে পুরো বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। তবে তিনি বলেন, এবিষয়ে পুরো তথ্য আমরা পুলিশকে লিখিত আকারে জানিয়েছি। প্রসঙ্গত, গত ৬ জুন বালুরঘাটে একই অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ।