তুলা রাশি

তুলা রাশি

রাশি চক্রের সপ্তম রাশি তুলা Tula Rashi ।  তুলা রাশিকে ইংরেজিতে Zodiac Libra বলা হয়ে থাকে। এ রাশির অধিপতি গ্রহ বুধ ও শুক্র।  আপনি কখনো কোনো তুলারাশির জাতকে ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যেতে দেখবেন না। কারণ এটি তাদের জন্মগত বৈশিষ্ট্য। তারা যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিকল্প চিন্তা করতে সময় নেয়। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করে এবং পক্ষপাতদুষ্ট হয় না। সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ তুলার রয়েছে। এরা রোমান্টিক ও বুদ্ধিমান হয়ে থাকেন। অন্যায় কর্ম তাদের নীতিবিরুদ্ধ।

যে কোনো কাজ তারা ধীরে ধীরে করতে পছন্দ করেন। কর্মস্থলে তাদের মতো মমতাময়ী ও সহযোগী পাওয়া দুস্কর। এ রাশির শুভ রং সবুজ, ফিরোজা, আকাশি ও সাদা। তুলা রাশির জাতকের জন্য শুভ ধাতু তামা ও ব্রোঞ্জ। এ রাশির জাতকের শুভ দিন শুক্রবার। তুলা রাশির জাতকের শুভ সঙ্গী অথবা সঙ্গিনী কুম্ভ ও মিথুন। তুলারাশির জাতকেরা খুবই বুদ্ধিমান।

তুলা রাশির জাতকেরা অস্থির প্রকৃতির মানুষ। তুলা রাশির জাতকের হাসি নরম সাদা মেঘের মত। তুলা রাশির জাতকের মুখমন্ডল খুবই ভাল। তবে এদের ভুল দেখলে মনে হবে ছ্যাবলামি। অনেকটা না ভেবেই কথা বলে এবং উল্টোপাল্টা কাজ করে। পরবর্তীতে এর ফলে ঝামেলা পোহাতে হয়।  রাশি চক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র।

এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে এরা ভাল শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারে। এদের স্বাস্থ্য ভাল, রোগব্যধি বিশেষ হয় না। এরা একটু নির্জনতাপ্রিয়। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে।

এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে খাওয়াতে খুব ভালবাসে। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়।