বাংলাদেশের পায়রা নদীতে ধরা পড়ল আড়াই কেজির ইলিশ

বাংলাদেশের পায়রা নদীতে ধরা পড়ল আড়াই কেজির ইলিশ

  বাংলাদেশের বরগুনার পায়রা নদীতে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে।  শনিবার ইলিশ মাছটি আকাব্বর নামের এক জেলের জালে ধরা পড়ে। মাছটি পরে তালতলীর মৎস্য আড়তদার আনোয়ার হোসেন ২ হাজার ৯৩০ টাকায় জেলে আকাব্বরের কাছ থেকে কিনে নেন।

তালতলী মাছের বাজারে ওই ব্যবসায়ী দুপুরের পর মাছটি ৩ হাজার ১৮০ টাকায় বিক্রি করেছেন। আকাব্বর আরও বলেন, প্রতিবছর ইলিশের ভরা মৌসুমে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ত। কিন্তু এ বছর ইলিশ খুবই কম। যা পাচ্ছেন তার মধ্যে ১ কেজির বেশি ওজনের মাছ এর আগে জালে ধরা পড়েনি।

মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এ মৌসুমে এর আগে তালতলীতে সর্বোচ্চ ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল জেলেদের জালে। আজ যে ইলিশটি কিনলেন, এত বড় ইলিশ বিগত দুই-তিন বছরে এ এলাকার জেলেরা পাননি। বাংলাদেশ ট্রলারমালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, অবৈধ জালে সয়লাব পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর মোহনা।

এ কারণে কিছু ছোট ইলিশ এসব নদীতে প্রবেশ করলেও বড় ইলিশ ঢুকতে পারছে না। এ কারণে নদীতে জেলেদের জালে খুব কম ইলিশ মাছ ধরা পড়ছে। এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সাগরে মৎস্যসম্পদ বৃদ্ধি করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। বড় মাছ ধরা পড়া মানেই সরকারের সফলতা।