পশ্চিমী ঝঞ্ঝার জেরে দু’দিন বৃষ্টি, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

পশ্চিমী ঝঞ্ঝার জেরে ভুগছে বাংলা। এ বার দোসর বাংলাদেশে বঙ্গপোসাগরের উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। হাওয়া অফিস জানাচ্ছে, এই দু’য়ের জেরে সপ্তাহের শুরুতেই রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুই থেকে তিন দিন রাজ্য জুড়ে সেই একই রকম আবহওয়া থাকবে বলে জানিয়েছে অলিপুর আবহওয়া দফতর।
রাজ্য কয়েকটি জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়নি। তবে আগামী দু’দিন কোনও কোনও এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২২.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নীচে। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
সোমবারও বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি। উত্তরবঙ্গেও আকাশের মুখ ভার থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।পূর্বাভাস অনুযায়ী, দিঘায় আজও মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। সেইসঙ্গে দু-এক পশলা হাল্কা বৃষ্টি হতে পারে (Weather forecast of Purba Medinipur-Digha)। আগামীকাল দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে হতে চলতে পারে হাল্কা বৃষ্টিও। ২৬ জানুয়ারিও দিঘায় সকালে থাকতে পারে কুয়াশা। দিনের পরবর্তী সময়ে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে কুয়াশা, পরে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। ২৮ জানুয়ারি থেকে আকাশে মেঘ কাটতে পারে।