শিলিগুড়িতে আত্মঘাতী দুই বান্ধবী , এলাকায় শোকের ছায়া

দুই বান্ধবীর ঝুলন্ত দেহ উদ্ধার! শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরের ঘটনায় চাঞ্চল্য! একই ঘরের সিলিং থেকে উদ্ধার করা হয় দু'টি দেহ (Siliguri Suicide)। খুব ছোটবেলা থেকেই বন্ধুত্ব ছিল দু'জনের। স্কুল, খেলাধুলো সবই একসঙ্গে বেড়ে ওঠা। এরই মধ্যে এক বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে। চলতি মাসেই তাঁর বিয়ে। তারই প্রস্তুতি চলছিল বাড়িতে।
আজ বিকেলে বাড়ির লোকেরা কেউ ছিলেন না। সেই সময় একই ওড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় দুই বান্ধবী। বিয়ের পর পরস্পরের থেকে আলাদা হয়ে যাবে, এই ভাবনা থেকেই ভেঙে পড়ে দু'জনে। আজ সন্ধ্যেয় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় দুই বান্ধবীর মৃতদেহ। দুই বান্ধবীর মধ্যে একজনের বাড়ি থেকেই উদ্ধার হয় দু' জনের দেহ।
তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সুইসাইড নোটও। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে। স্থানীয় বাসিন্দা নীলিমা রায় জানান, 'ওরা দু'জন ছিল প্রিয় বান্ধবী। পরস্পরকে ছাড়া থাকতে পারতো না। এক জনের বিয়ে ঠিক হওয়াতেই এই ঘটনা। সুইসাইড নোটে লেখা রয়েছে, "আমাদের সব কাজ এক সঙ্গে করবেন। আমাদের হাত কেউ খুলে দেবেন না।
আমাদের আলাদা করে দেবেন না। আমাদের একসঙ্গে নিয়ে যাবেন। একসঙ্গে রাখবেন। আমাদের ক্ষমা করবেন।" এদিকে এ দিন রাতেই ময়নাতদন্তের জন্য পুলিশ উত্তরবঙ্গ মেডিক্যালের মর্গে দেহ দু'টি পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। মৃতদের মধ্যে একজনের ঠাকুরদা জানান, আগামী ৭ বৈশাখ নাতনির বিয়ে ঠিক হয়েছিল।
সবরকম আয়োজনই হয়ে আসছিল। এরই মাঝে এমন ঘটনা। বিয়েতে কোনওরকম আপত্তির কথা জানায়নিও। তবু কেন হল, বুঝতে পারছি না। দুই বাড়িতেই শোকের ছায়া। কান্নার রোল কিছুতেই থামছে না। পাড়া প্রতিবেশীরাও ঘটনায় স্তম্ভিত। কিছুতেই যেন তাঁদের বিশ্বাসই হচ্ছে না। তদন্তে নেমে পুলিশ দুই পরিবারের সঙ্গে কথা বলে সুইসাইড নোটও খতিয়ে দেখছে।