তিরুপতি বালাজি মন্দির দর্শন

তিরুপতি বালাজি মন্দির দর্শন

আজবাংলা        বেঙ্কটেশ্বর মন্দির হল ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈলশহরে অবস্থিত একটি অন্যতম প্রধান বিষ্ণু মন্দির | এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন হিন্দু দেবতা বিষ্ণুর অবতার বেঙ্কটেশ্বর | তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত | 

কথিত আছে বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি | মানুষ বিশ্বাস করেন বালাজির কাছে কিছু চাইলে তিনি কখনোই ফেরান না | বালাজির কাছে কিছু মানত করলে তা পূরণ হবেই | এমন কোন মানুষ নেই যারা বালাজির কাছে যান না |  মেগাস্টার, রাজনীতিবিদ, দেশের বাইরের কূটনীতিবিদরাও নিজেদের মনের আসা পূরণ করতে ছুটে যায় বালাজির কাছে | 

তিরুপতি বালাজির মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন বিজয়নগরের রাজা শ্রীকৃষ্ণ দেবরায় | প্রায় ৪ বর্গকিমি এলাকা নিয়ে মন্দিরকে কেন্দ্র করে তিরুমালা শহর | মন্দির সংলগ্ন স্বামী পুষ্করিণীর জলে স্নান করে পবিত্র হয়ে বালাজির দর্শন করার প্রথা রয়েছে | বেশিভাগ ভক্তরা আগে থেকেই বালাজি দর্শনের টিকেট কেটে রাখেন | 

বালাজির মন্দিরে প্রবেশ করতে হলে কিছু নিয়ম কানন আছে | যেমন প্রত্যেকের আইডি কার্ড থাকতেই হবে | পোশাক ভারতীয় রীতির পরিধান করা আবশ্যক | পুরুষদের ধুতি-পাজামা-পাঞ্জাবি-জামা অন্যদিকে মহিলাদের শাড়ি- শালোয়ার কামিজ ও ওড়না পরা বাঞ্ছনীয় | পোশাক অন্য ধরণের কিছু হলে তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়না | 

মন্দিরের মূল প্রবেশদ্বার ২৫০ ফুট উঁচু দ্রাবিড়ীয় স্থাপত্যের নিদর্শন | মন্দিরের মধ্যে সোনার পাতে মোড়া তালগাছ | মন্দিরের মধ্যে অসাধারণ পাথরের কারুকার্য রয়েছে, দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরের ভিতরে | মূল মন্দিরটির অর্থাৎ বালাজির গর্ভগৃহটির চূড়া সোনা দিয়ে মোড়া | 

প্রতিদিন প্রায় টো হাজার ভক্ত এসে উপস্থিত হন বালাজির দর্শন পাওয়ার জন্য | তাই কমপক্ষে ৩-৫ ঘণ্টা দীর্ঘ লাইন অতিক্রম করেই তিরুপতি বালাজির দর্শন পাওয়া যায় | বালাজির গর্ভগৃহে কোন লাইটের ব্যবস্থা নেই | সকলকে বালাজির দর্শন করতে হয় প্রদীপের স্বল্প আলোয় | 

 মনিমুক্তা, স্বর্ণালঙ্কার ও পুষ্পমালায় সজ্জিত ২ মিটার উচ্চতা বিশিষ্ট কষ্ঠিপাথরের চতুর্ভুজ দেবতা বালাজি দণ্ডায়মান, দুইহাতে শঙ্খ ও চক্র, অন্য হাত অভয়মুদ্রা ও আর এক হাত কোমরে ন্যস্ত | বালাজির পাশে রয়েছেন শ্রীদেবী ও ভূদেবী | 

বালাজির মন্দির ছাড়াও মন্দির চত্বরে রয়েছে বেশ কিছু আকর্ষণীয়া দেখার জায়গা | যেমন টাকা পয়সার গণনা ঘর, দেবতার পালকি, উৎসবে ব্যবহৃত বাদ্যযন্ত্র, রাজা মহারাজাদের তৈলচিত্র, পেল্লায় সাইজের দাঁড়িপাল্লা ইত্যাদি | 

বালাজির মন্দিরে ফুল ফলের ডালি দিয়ে পূজো দেওয়ার রীতি নেই | ভগবানের উদ্দেশে প্রণামী হিসাবে অর্থ হুন্ডিতে (পয়সার ভান্ডার) দান করাই নিয়ম | সমস্ত ভক্তরা ওই হুন্ডিতেই দেন করেন এবং নিজের মনের আসা বালাজিকে জানায় | অন্যদিকে ভক্তরা মন্দিরের বাইরে একটি স্থানে কর্পূরের দীপ জ্বালিয়ে, নারকেল ফাটিয়ে অর্ঘ্য দেয় বালাজির উদ্দেশ্যে | 

বালাজির প্রসাদ হিসেবে প্র্রটেক ভক্তকে লাড্ডু অথবা পোলাও প্রসাদ দেওয়া হয় | মন্দিরে কোন উৎসবের সময় লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন বালাজির দর্শন পাওয়ার জন্য | বালাজির মন্দির ছাড়াও তিরুপতি তে আসে পাশে রয়েছে প্রচুর মন্দির | সেগুলো মানুষ গিয়ে দর্শন করেন |