দক্ষিণ দিনাজপুরে বাঁশঝাড় থেকে উদ্ধার ৫ কোটি টাকার বিষ্ণু মূর্তি

দক্ষিণ দিনাজপুরে বাঁশঝাড় থেকে উদ্ধার ৫ কোটি টাকার বিষ্ণু মূর্তি

বহু বছরের পুরনো মূর্তি পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু নজর এড়িয়ে যায়নি বিএসএফ-এর। পাচারের আগেই Balurghat বালুরঘাটের সীমান্ত লাগোয়া চকরাম বিওপির এলাকা থেকে উদ্ধার হয় বহু মূল্যের কালো পাথরের বিষ্ণু মূর্তি। উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় ৩২ কেজি । উচ্চতা ২.৫ ফুট এবং দৈর্ঘ্য ৩৩.৫০ সেন্টিমিটার। যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

শনিবার সকালে South Dinajpur দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকরাম বিওপির নকশা গ্রামের বাঁশ ঝাড় থেকে ওই পাথরের মূর্তিটি উদ্ধার হয়। প্লাস্টিকের বস্তায় বেঁধে সেই মূর্তিটি বাঁশবাগানে লুকিয়ে রাখা হয়েছিল। এরপর শনিবার, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় বিএসএফের ১৩৭ ব্যাটেলিয়নের জওয়ানরা। তখনই মূর্তিটি উদ্ধার করে তারা। যদিও, এই ঘটনায় বিএসএফ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি।

বিএসএফ সূত্রে খবর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেলের (মুর্শিদাবাদে অবস্থিত) সঙ্গে যোগাযোগ করলে জানা গিয়েছে, ওই মূর্তিটি কালো ব্যাসল্ট পাথরের তৈরি। সম্ভবত সেটি বিষ্ণু মূর্তি। নয়ের বা দশের দশকের সময়কার। উদ্ধার হওয়া মূর্তিটি পাল স্থাপত্যের তৈরি যার আন্তর্জাতিকমূল্য প্রায় ৫ কোটি টাকা।

উদ্ধারের পর সেটিকে ভারতের প্রত্নতাত্ত্বিক দফতরের হাতে তুলে দেওয়া হবে। এবিষয়ে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে বাংলাদেশ সীমান্ত লাগোয়া নকশা গ্রামের পুকুরের পাশের বাঁশ ঝোপে অভিযান চালানো হয়। সেই সময় একটি প্লাস্টিকের বস্তাতে মোড়ানো অবস্থায় কালো পাথরের মূর্তিটি উদ্ধার হয়। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানা যায় সেটি বহু প্রাচীণ।