ওয়াশিং মেশিনের যত্ন নিতে কাপড় কাচুন সঠিকভাবে

ওয়াশিং মেশিনের যত্ন নিতে কাপড় কাচুন সঠিকভাবে

আজবাংলা-  কাপড় পরিষ্কারের জন্য ওয়াশিং মেশিনের ওপর নির্ভরশীল থাকেন অনেকে। বর্তমান ব্যস্ত জীবনে হাতে কাপড় কাঁচার সময় মেলে না অনেকেরই। বাড়তি কষ্ট ও সময় বাঁচাতে ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়। নিত্যদিনের ব্যবহার্য জামা-কাপড় তো রয়েছেই, সেইসঙ্গে ভারী পর্দা, বিছানার চাদর, সোফার কভার সবই পরিষ্কার করা যায় এই যন্ত্রের সাহায্যে।

কয়েকটি বোতাম টিপলেই পোশাক পরিষ্কার শেষ। কিন্তু সঠিকভাবে ব্যবহার না করার কারণে ওয়াশিং মেশিন দ্রুত নষ্ট হয়। চলুন জেনে নেওয়া যাক, ওয়াশিং মেশিন ভালো রাখতে কোন কাজগুলো করা যাবে না-

১. ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর তার ভেতরে বেশিক্ষণ ফেলে রাখবেন না। অনেক সময় ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। ফলে কাপড় শুকাতে দেওয়ার কথা মনে থাকে না। তাই প্রয়োজনে মোবাইল ফোনে রিমাইন্ডার দিয়ে রাখুন। তাহলে কাপড় ধোয়া শেষ হলে সঙ্গে সঙ্গে শুকাতে দিতে পারবেন। আর না হলে কাপড় ও মেশিন দুটিই নষ্ট হবে।

২. অনেক জামা-কাপড়ের গায়ে ট্যাগে লেখা থাকে সেটি ধোয়ার নিয়ম। আপনাকেই সেটি খেয়াল করতে হবে। কারণ না বুঝে ওয়াশিং মেশিনে দিলে কাপড়টিই নষ্ট হবে। তাই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার আগে সেটি ধোয়ার নিয়ম জেনে নিন এবং সেভাবেই সেটিংস ঠিক করে দিন।

 

৩. অনেকেই সব ধরনের কাপড় একসঙ্গে মেশিনে দিয়ে দেন। এটি একদমই ঠিক নয়। তাই ওয়াশিং মেশিন ব্যবহারের সব একই ধরনের কাপড় একসঙ্গে দিন। আপনি যদি সব ধরনের কাপড় একসঙ্গে দেন তাহলে একটির রং অন্যটিতে লেগে যেতে পারে। এই অভ্যাস কাপড়ের সঙ্গে সঙ্গে মেশিনেরও ক্ষতি করে।

৪. ওয়াশিং মেশিন ব্যবহারের আগে সেটি কীভাবে সেটিংস করতে হয়, তা জেনে নিন। সব ধরনের ফেব্রিক বা কাপড় একই ধরনের সেটিংসে ব্যবহার করা যায় না। তবে সাধারণ জামা-কাপড় নরমাল সেটিংসে পরিষ্কার করা যায়। তবে অনেক জামা-কাপড়ের জন্য প্রয়োজন হয় আলাদা সেটিংসের।

 

৫. কাপড় বেশি ময়লা হলেই ডিটারজেন্ট বেশি ব্যবহার করবেন না। অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার করলে ওয়াশিং মেশিনের ক্ষতি হতে পারে। কাপড় বেশি নোংরা হলেও স্বাভাবিক অবস্থায় যতটুকু ডিটারজেন্ট লাগে, ততটুকুই ব্যবহার করুন। প্রয়োজনে মেশিনে জামা-কাপড় একবার বেশি ঘুরিয়ে নিন। তবে অতিরিক্ত ডিটারজেন্ট দেওয়া থেকে বিরত থাকুন। কারণ গায়ে সাবান লেগে থাকলে মেশিনের ক্ষতি হতে পারে।