সহজেই সাদা কাপড়ের হলুদ ছোপ দূর করুন ও উজ্জ্বলতা ফিরিয়ে আনুন

আজবাংলা সাদা কাপড় ধোয়ার পর এর রং আর আগের মতো থাকে না। দেখতে পুরোনো মনে হয়। বিশেষ করে যাদের অফিস অথবা স্কুলে বাধ্যতামূলক সাদা শার্ট পরতে হয় তাদের জন্য বিষয়টি বেশ ঝামেলার।
পাশাপাশি, লক্ষ্য করলে দেখা যায় যে সাদা জামাকাপড়ের রং নষ্ট হয়ে হলুদ হয়ে যায়। আজকের প্রতিবেদনে দেখে নেব কীভাবে সাদা জামা কাপড়ের ক্ষেত্রে সহজেই সাদা কাপড় আরো সাদা করতে পারব ও হলুদ ছোপ দূর করতে পারবো।
১. লেবুর রস- সাদা কাপড় লেবুর রস মেশানো জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার ভালো করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে সাদা কাপড় লেবুর রস দিয়ে ধোয়ার পর আর পুরোনো মনে হবে না।
২. বেকিং পাউডার- জলের সঙ্গে বেকিং পাউডার মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এর মধ্যে সাদা কাপড় ভিজিয়ে ৩০ মিনিট রেখে দিন। এবার জল দিয়ে ধুয়ে ফেলুন। রঙের পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন।
৩. ব্লিচিং পাউডার- এক বালতি জলের মধ্যে এক টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে এর মধ্যে সাদা কাপড় ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার বালতি থেকে তুলে কাপড়ের ওপর ব্লিচিং পাউডার ছিটিয়ে ভালো করে মেখে ১০ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে সাদা কাপড়ের কালচে ভাব দূর হয়ে যাবে।
৪. আলুর রস- আলুর রস জলের সঙ্গে মিশিয়ে সাদা কাপড় ভিজিয়ে ২০ মিনিট রেখে দিন। এবার হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন সাদা কাপড় নতুনের মতো লাগবে।
৫. সাদা ভিনেগার- ৫০ মিলিলিটার সাদা ভিনেগার এক বালতি জলের মধ্যে মিশিয়ে নিন। এবার সাদা কাপড়ের মধ্যে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। জল দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। কাপড় থেকে ভিনেগার মেশানো জল ঝরিয়ে রোদে শুকিয়ে নিন। এতে সাদা পোশাক আরো সাদা হয়ে যাবে।
৬. হালকা গরম জল- সাদা কাপড় হালকা গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এবার এতে ডিটারজেন্ট ও এক টেবিল চামচ সাদা ভিনেগার মেশান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, সাদা কাপড় আরো সাদা হয়ে যাবে।