দুর্বল মৌসুমী বায়ু, আজ ভিজবে কি দক্ষিণবঙ্গ ?

দুর্বল মৌসুমী বায়ু। দক্ষিণবঙ্গ কি আজ ভিজবে? উঠছে প্রশ্ন। কিন্তু, আশার কথা শোনাতে পাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের কথায়, এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহর কলকাতাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রির কাছাকাছি।
বিক্ষিপ্তভাবে শহরে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি সামান্য বাড়বে তাপমাত্রার পারদও। ফলে অস্বস্তি সামান্য বাড়তে পারে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য অস্বস্তি বাড়াচ্ছে।
এদিন কলকাতার আকাশে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ। গতকাল বৃষ্টিপাত হয়েছে চার মিলিমিটার। দক্ষিণবঙ্গের জেলাগুলি চলতি মরশুমে সেভাবে ভারী বৃষ্টিপাত পায়নি। এই বছর বঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার জন্য সেভাবে কোনও নিম্নচাপও তৈরি হয়নি। সেক্ষেত্রে কবে বদলাবে পরিস্থিতি? জুন মাসে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল তা কি কমবে?
এই বিষয়ে প্রশ্ন করা হলে আলিপুর আবহাওয়া দফতর কোনও আশার কথা শোনাতে পারছে না। তাদের কথায়, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা আপাতত নেই। জেলাগুলিতে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রার পারদ। আর তাপমাত্রার আচমকা বৃদ্ধি অস্বস্তি বাড়াতে পারে।
উত্তরবঙ্গে মরশুমের শুরু থেকেই চলছে ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের উপরের জেলা-দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই বছর পুজোয় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা, দাবি Geomorphologist সুজীব কর।
তিনি দাবি করেছেন, “চলতি বছর পুজোর সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।” তিনি আরও বলেন, “কোনওভাবেই বৃষ্টিপাতের ঘাটতি থাকবে না। বরং অন্যান্য বছরের তুলনায় এই বছর অতিরিক্ত বৃষ্টিপাত হবে। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে দক্ষিণবঙ্গে মাত্রাতিরিক্ত বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে।”