মিউচুয়াল ফান্ড কি

মিউচুয়াল ফান্ড কি

অনেকের কাছেই Mutual Fund মিউচুয়াল ফান্ড অত্যন্ত জটিল বা আতঙ্কের ব্যাপার মনে হয়। আমরা আপনাদের কাছে খুব সাধারণ ভাবে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। মিউচুয়াল ফান্ড হল একটি সাংগাঠনিক তহবিল যেখানে একাধিক বিনিয়োগকারী নিজেদের অর্থ বিনিয়োগ করে থাকেন। তারপর তহবিল গঠনকারী সংস্থা বিনিয়োগকৃত অর্থকে শেয়ার বাজারে বিনিয়োগের মাধ্যমে মুনাফা তোলার চেষ্টা করে। অর্জিত মুনাফার কিছু অংশ পেয়ে থাকেন বিনিয়োগকারীরাও।

মূলত, বিপুল সংখ্যক ব্যক্তির (অথবা বিনিয়োগকারীর) দ্বারা সংগৃহীত অর্থের দ্বারা একটি মিউচুয়াল ফান্ড তৈরি হয়। এই ফান্ডটির পরিচালনা করেন পেশাদার ফান্ড ম্যানেজাররা। এটি এমন একটি ট্রাস্ট যা বেশ কয়েকজন বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে, যাদের বিনিয়োগের একটি সাধারণ উদ্দেশ্য থাকে। এরপর, এটি ইক্যুইটি, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং/অথবা অন্যান্য সিকিউরিটিগুলিতে অর্থ বিনিয়োগ করে।

প্রতিটি বিনিয়োগকারীর নিজস্ব ইউনিট থাকে, যা ফান্ডের হোল্ডিং-এর একটি অংশের প্রতিনিধিত্ব করে। এই সমষ্টিগত বিনিয়োগ থেকে উৎপণ্য আয়/লাভগুলির থেকে স্কিমের "নেট অ্যাসেট ভ্যালু বা NAV গণনা করা হয় নির্দিষ্ট পরিমাণ অঙ্ক বাদ দেওয়ার পর বাকি অর্থ বিনিয়োগকারীদের মধ্যে আনুপাতিক হারে বিতরণ করা হয়। সহজ ভাষায় বললে, মিউচুয়াল ফান্ড হল সাধারণ মানুষের জন্য সবচেয়ে কার্যকর বিনিয়োগ পদ্ধতিগুলির মধ্যে একটি, কারণ এটি অপেক্ষাকৃত কম খরচে বৈচিত্র্যপূর্ণ ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত সিকিউরিটির বাস্কেটে বিনিয়োগের সুযোগ করে দেয়।

যেমন ইক্যুইটি ফান্ড, ঋণ তহবিল এবং হাইব্রিড তহবিল ইত্যাদি। কর্পাস ইক্যুইটি এবং ইক্যুইটি সম্পর্কিত যে কোনও বিনিয়োগ ইক্যুইটি ফান্ডের আওতায় পড়ে থাকে। মিউচুয়াল ফান্ডের নানা বৈচিত্র্যের পাশাপাশি বিনিয়োগ পদ্ধতিতেও রয়েছে একাধিক বৈচিত্র। এসআইপি বা পদ্ধতিগত বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে অল্প পরিমাণে টাকা এখানে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করতে পারেন।

ধাপে ধাপে বিনিয়োগের সুবিধা মেলায় সাধারণের কাছে বিনিয়োগের এক অন্যতম মাধ্যম রূপে পৌঁছে গিয়েছে মিউচুয়াল ফান্ড। আবার, শেয়ার বাজারের মতো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে নেই বিরাট ঝুঁকি। আর্থিক ক্ষতি বা বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ার চিন্তাকে দূর হটিয়ে বিনিয়োগ করা যায় এই মাধ্যমে। কিন্তু কোন সময় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা লাভজনক হবে? এই প্রসঙ্গে সম্যক ধারণা থাকে না অনেকেরই।

বাজার বিশেষজ্ঞরা বলছেন ভাল লাভ ঘরে তুলতে শেয়ার বাজারের মতোই এ ক্ষেত্রে নজর রাখতে হবে বাজারে ভাল চলা নানারকম মিউচুয়াল ফান্ডগুলির দিকে। এসআইপি-র ক্ষেত্রে যেমন ধাপে ধাপে বিনিয়োগ করা হয়ে থাকে। এক্ষেত্রে বিনিয়োগকারীকে নজর রাখতে হবে তিনি সঠিক তহবিলে বিনিয়োগ করছেন কি না। কোন সংস্থার তহবিল এখন বাজারে উর্দ্ধমুখী, নজর দিতে হবে সেই বিষয়েও।

আরো পড়ুন      জীবনী  মন্দির দর্শন  ইতিহাস  ধর্ম  জেলা শহর   শেয়ার বাজার  কালীপূজা  যোগ ব্যায়াম  আজকের রাশিফল  পুজা পাঠ  দুর্গাপুজো ব্রত কথা   মিউচুয়াল ফান্ড  বিনিয়োগ  জ্যোতিষশাস্ত্র  টোটকা  লক্ষ্মী পূজা  ভ্রমণ  বার্ষিক রাশিফল  মাসিক রাশিফল  সাপ্তাহিক রাশিফল  আজ বিশেষ  রান্নাঘর  প্রাপ্তবয়স্ক  বাংলা পঞ্জিকা