স্বস্তির বৃষ্টি কবে? জেনে নিন আবহাওয়ার খবর

স্বস্তির বৃষ্টি কবে? জেনে নিন আবহাওয়ার খবর

সপ্তাহের প্রথম দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভ্যাপসা গরম অস্বস্তি বাড়িয়েছিল কলকাতাবাসীর। শুধু তিলোত্তমায় নয়, ক্রমশ তাপমাত্রা চড়ছে জেলাগুলিতেও। পাশাপাশি আর্দ্রতা জনিতা অস্বস্তিও বাড়ছে।  গত তিনদিন ধরেই ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। সকাল এবং সন্ধ্যার দিকে যে ঠান্ডার আমেজ ছিল তা কার্যত গায়েব। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে কলকাতার। সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা আরও বাড়তে পারে।

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।  উল্লেখ্য , গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। অন্যদিকে, এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ।

 দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ক্রমশ বাড়ছে। সকালের দিকে তাপমাত্রা সামান্য কম থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এখনই এই পরিস্থিতি থেকে নিস্তার নেই। বরং তাপমাত্রার পারদ আরও চড়বে। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছোঁবে বলে জানাচ্ছিল আলিপুর আবহাওয়া দফতর।

তবে শুধু কলকাতা নয়, তাপমাত্রা বাড়বে জেলাগুলিতেও। গরমে ভোগান্তি পোহাতে হতে পারে সাধারণ মানুষকেও।  উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সেখানেও জেলাগুলিতে তাপমাত্রা ক্রমশ বাড়বে বলে জানা যাচ্ছে।  গরমে নাজেহাল সাধারণ মানুষ। কবে স্বস্তি ফেরাবে বৃষ্টিপাত? উঠছে প্রশ্ন। কিন্তু, এই প্রসঙ্গে এখনও কোনও আশার কথা শোনাতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

আপাতত আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, ভূতত্ত্ববিদ সুজীব কর বলেছেন, “ ১৫ মার্চ থেকে ১৫ মে এই সময়ে এর মধ্যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিমপ্রান্তের জেলাগুলোর তাপমাত্রা ৪৫-৪৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।”