বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, জেনে নিন আবহাওয়ার খবর

বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, জেনে নিন আবহাওয়ার খবর

প্রকৃতির মেজাজমর্জির কূলকিনারা পাওয়া ভার! ক’দিন আগেই গরমে ভাজাপোড়া হচ্ছিল দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সেখানেই ভিন্ন ছবি। মেঘবৃষ্টির জেরে দিনের পারদ এমন নামল যে, সিকিমের তাডংকে হারিয়ে দিল নদিয়ার কৃষ্ণনগর। হাওয়া অফিসের খবর, এ দিন তাডংয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি।

তাডংকে টক্কর দিয়েছে দমদম, ব্যারাকপুর, এমনকি শ্রীনিকেতনও। ওই সব এলাকায় দিনের তাপমাত্রা ২৮-২৯ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। আবহবিদেরা জানান, আজ, বুধবারেও পরিস্থিতি একই থাকতে পারে। তাপমাত্রা যদি সামান্য বেড়েও যায়, তার পাশাপাশি ঝড়বৃষ্টির সম্ভাবনাও থাকছে।  কাল, বৃহস্পতিবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে যে-নিম্নচাপ দানা বাঁধতে চলেছে, তার উপরে নজর রাখছে হাওয়া অফিস।

মৌসম ভবন জানিয়েছে, আপাতত নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করবে। বিভিন্ন বেসরকারি ওয়েবসাইটের মতে, নিম্নচাপটি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। সেটি ধেয়ে আসতে পারে ওড়িশা এবং বাংলা উপকূল অভিমুখেও। আবহবিদদের কেউ কেউ অবশ্য বলছেন, ঘূর্ণিঝড় তৈরি হলেও উপকূলে আসতে আসতে তার শক্তিক্ষয় হতে পারে।

আবহাওয়া দফতরের খবর, ঝাড়খণ্ড থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। তার সঙ্গে অফুরন্ত জলীয় বাষ্পের জোগান দিয়ে চলেছে বঙ্গোপসাগর। তার ফলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে এমন ঝড়বৃষ্টি হচ্ছে। ইদের সকালে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে যে বৃষ্টি নেমেছিল, তার পিছনেও একই কারণ ক্রিয়াশীল । ওই মেঘবৃষ্টির প্রভাবেই দিনের তাপমাত্রা মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী পাঁচ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার কোনও হেরফের হবে না।

 দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।বৃষ্টির সঙ্গে কোনও কোনও এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতায় এদিন আকাশ অংশত মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ০০০.৮ মিমি।