শীত নাকি আসছে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার খবর

শীত নাকি আসছে বৃষ্টি? জেনে নিন আবহাওয়ার খবর

আক্ষরিক অর্থেই শহর জুড়ে যেন প্রেমের মরশুম। ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)-তে বজায় থাকবে শীতের আমেজ। সামান্য বাড়লেও কলকাতার তাপমাত্রা আজ ১৪ ডিগ্রির গণ্ডিতেই। শেষবেলাতেও দাপুটে ইনিংস খেলছে শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ১৬ তারিখ থেকে ফের বাড়তে শুরু করবে রাতের তাপমাত্রা। যদিও প্রেমদিবসে বাধ সাধবে না বৃষ্টি।

 নিজের ভ্যালেন্টাইনকে নিয়ে ঘুরতে যাওয়ার পথে বাধা হবে না বৃষ্টি। সোমবার দিনভর মনোরম আবহাওয়া থাকবে শহরজুড়ে। বজায় থাকবে শীতের আমেজ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস।

ফলে গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও পারদ পতন হয়েছে শহরে। আপাতত কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে না বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচ দিন শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। রাজ্যের সার্বিক আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিকে উত্তুরে হাওয়া এখনো ব্যাটিং চালিয়ে যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের এক আধিকারিকের কথায়, "আগামী কয়েকদিন কলকাতা সহ রাজ্যের সর্বত্র মূলত পরিষ্কার আকাশ থাকবে।

আগামী তিন থেকে চারদিন কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের বাতাস এখনও সক্রিয় রয়েছে। আগামী তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা একইরকম থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্রই শীতের আমেজ বজায় থাকবে।"  আগামী তিনদিন উত্তরবঙ্গেও সেভাবে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তবে চতুর্থ দিনে অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিন শুষ্ক ও মনোরম আবহাওয়া বজায় থাকবে। প্রায় সমস্ত জেলাতেই শীতের আমেজ রয়েছে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।