এই রাশির মহিলারা নিজেদের থেকে কম বয়সের সঙ্গীর প্রতি আকর্ষিত হন

নারী ও পুরুষের সম্পর্কের মধ্যে বয়সের একটা সামাজিক বেড়াজাল আগে আমাদের জীবনে ছিল। বিয়ে বা প্রেমের সম্পর্কে জড়াতে হলে বয়সে পুরুষ বড় এবং নারী ছোট হবে এমন একটা সামাজিক নিয়ম তৈরি করে দেওয়া হয়েছিল। এই নিয়মের অন্যথা হলেই সমাজের তথাকথিত রক্ষাকর্তাদের চোখরাঙানি তীব্র হয়ে উঠত। তবে সেই দিন এখন আর নেই বললেই চলে। তাই অনায়াসেই বলিউডের তারকা দম্পতি মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক তৈরি হয়।
কিন্তু এই সামাজিক নিয়ম যে পুরোপুরি উঠে গিয়েছে, সে কথাও বলা যায় না। তবে কোনও কোনও রাশির জাতক মহিলা থাকেন, যাঁরা বয়সে ছোট পুরুষদের প্রতিই বেশি আকৃষ্ট হন। দেখে নিন কোন কোন রাশির জাতক মহিলারা কম বয়সী পুরুষদের বেশি পছন্দ করেন। প্রেমের সম্পর্কে বা দাম্পত্য সম্পর্কে আমরা বেশির ভাগ ক্ষেত্রেই দেখতে পাই পুরুষদের থেকে মহিলারা বয়সে ছোট বা সমবয়সি হন। তবে কিছু মানুষ রয়েছেন যাঁরা নিজেদের থেকে কম বয়সি জীবনসঙ্গীর সঙ্গে বেশি স্বাচ্ছন্দ বোধ করে।বিশেষ করে কিছু রাশির মহিলা রয়েছেন, যাঁরা নিজেদের থেকে কম বয়সের পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হন। দেখে নেওয়া যাক রাশিগুলো কী কী—
মেষ এই রাশির মহিলারা নিজেকে অল্পবয়সি ভাবতে খুব পছন্দ করেন। এঁরা বেশির ভাগ ক্ষেত্রেই বহু দিন যৌবন ধরে রাখতে পারেন। এঁদের স্বভাবের মধ্যে এই বিশেষ লক্ষণ থাকে। তাই এঁরা নিজের থেকে কম বয়সের পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে বেশি পছন্দ করে।
বৃষ রাশি বৃষ রাশির জাতক মহিলারা সত্যিই নিজেদের ভালোবাসার মানুষকে রক্ষা করতে জানেন। নিজের প্রেমের সম্পর্কে আধিপত্য বিস্তার করে রাখতেও এরা পছন্দ করেন। আর সঙ্গীকে নিজের নির্দেশমতো চালাতে পছন্দ করেন। সেই কারণে এরা কম বয়সী পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াতে পছন্দ করেন। আর এরা যে ভাবে বিপদে আপদে সঙ্গীকে রক্ষা করেন, তাতে সঙ্গীও এদের প্রতি অনুরক্ত হয়ে থাকেন।
কর্কট এই রাশির মহিলারা চান পার্টনার যেন সব সময় তাঁর কথা শুনে চলেন। তাই নিজের থেকে কম বয়সি পুরুষদের প্রতি এঁরা বেশি আকর্ষণ বোধ করেন।আপনি যদি কর্কট রাশির জাতক হন, তাহলে আপনি অত্যন্ত আবেগপ্রবণ। সঙ্গী যদি মানসিক ভাবে আপনার পাশে থাকতে পারে, তাহলে তাঁর সেই গুণই আপনার সবচেয়ে পছন্দের। আপনি সংবেদনশীল এবং বেশিরভাগ সিদ্ধান্ত মস্তিষ্ক দিয়ে নয়, হৃদয় দিয়ে নেন। আপনিও সঙ্গীর কাছ থেকে এমনটাই আশা করেন। কঠিন সময়ে ইমোশনালি আপনার পাশে থাকবে, এমন কাউকেই সঙ্গী হিসেবে সবচেয়ে পছন্দ আপনার।
মিথুন এই রাশির মহিলারা একটুতেই খুব বেশি একাকিত্ব বোধ করেন। তাই কম বয়সি পার্টনার এঁদের বেশি পছন্দের। মিথুন রাশির মহিলারা মজা করতে ভালোবাসেন। এদের সঙ্গীর মধ্যেও সেই রকমই হাসিখুশি প্রকৃতি খোঁজেন এরা। কিন্তু মিথুনের জাতক মহিলারা মনে করেন যে মানুষের বয়স হলে তাঁর মধ্যে হাসি ঠাট্টা করার ক্ষমতা চলে যায়। জীবনের মজা পেতেই সঙ্গী হিসেবে কম বয়সী পুরুষদের এরা পছন্দ করেন। এরা অল্পবয়সী পুরুষদের সঙ্গে ফ্লার্ট করতেও বেশ পছন্দ করেন।
বৃশ্চিক আবেগপূর্ণ এবং ঘনিষ্ঠ সম্পর্ক পছন্দ করেন বৃশ্চিক রাশির জাতক মহিলারা। অল্পবয়সীরাই সম্পর্কে আবেগ এবং ঘনিষ্ঠতা ধরে রাখতে বেশি ভালো পারেন। সেই কারণে কম বয়সী পুরুষদের প্রতি সহজেই আকৃষ্ট হন বৃশ্চিক রাশির জাতক মহিলারা। বেশি বয়সী পুরুষরা প্রেমের সম্পর্কে একঘেয়ে হন বলে বৃশ্চিক মহিলারা মনে করেন। আর এরা জীবনে রং ও উত্তেজনা পছন্দ করেন। তাই এদের পছন্দ বেশি সিরিয়াস নন এমন প্রকৃতির অল্পবয়সী পুরুষরা।এঁদের জীবনে আনন্দ খুব গুরুত্বপূর্ণ। সারা জীবন যেন এই আনন্দ বজায় থাকে, তাঁর জন্য কম বয়সি পার্টনার বেছে নেয়।