টানা ১৬টি সোমবার করুন মহাদেবের অর্চনা, তুষ্ট হবেন মহাদেব, খুলে যাবে ভাগ্যে

আজবাংলা সোমবার ভগবান মহাদেবের কৃপা জীবনকে অত্যন্ত সুন্দর করে তোলে ৷ তিনি শিব তিনিই শম্ভু ৷ অত্যন্ত সহজে তাঁকে সন্তুষ্ট করা সম্ভব বলেই তিনি আশুতোষ ৷ ভগবান শিবকে অত্যন্ত সহজেই যেমন সন্তুষ্ট করা সম্ভব হয় কিন্তু তিনি রুষ্ট হলেই হতে পারে মহাপ্রলয় ৷
আপনি যদি টানা ১৬ টি সোমবার মহাদেবের অর্চনা করেন তাহলে সমস্ত রকম মনোস্কামনা পূরণ হওয়া সম্ভব হয় | পুরাণ অনুসারে শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন | জানুন কি কি ভাবে করবেন মহাদেবের এই ব্রত | পর পর ১৬টি সোমবার আপনাকে উপোস করতে হবে ৷ একেবারে শুদ্ধ মনে এই ব্রত পালন করলে ফল মিলবে হাতেনাতে ৷ আপনার বাড়ির ঠাকুর ঘরে শিবের মূর্তি রাখতে হবে ৷ যদি মূর্তি না থাকে, তাহলে মহাদেবের ছবি -তে পুজা-অর্চনা করলেও একই ফল মিলবে |
আপনার ঠাকুর ঘরের মুখ হওয়া উচিত উত্তর পূর্ব দিকে ৷ আর মহাদেবের মূর্তিটি রাখতে হবে উত্তর মুখে ৷ বেলপাতা,চাল, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন , ধুতরো, দুধ, কর্পূর এই সব কিছু লাগে দেবাদিদেবে-র আরাধনার জন্য ৷ একই জিনিস লাগে মহাদেবের অর্চনাতে | পূজার থালিতে এই সব উপকরণ এক করে রেখে আরাধনা করতে হবে ৷
স্নান করে পুজো করতে বসতে হবে ৷ সেখানে সোমবারের ব্রতকথা যেরকম পাঠ করতে হবে, ঠিক তেমনিই ওঁ নমঃ শিবায় মন্ত্র পড়তে হবে ৷ সাদা পোশাক পরে আরাধনা করবেন ৷আর সন্ধ্যাবেলা ফের শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন ৷ খাবার হওয়া উচিত নুন বিহীণ ৷ সেক্ষেত্রে ফল বা দুধ জাতীয় খাবারই আদর্শ এই ব্রত রাখার জন্য ৷