টানা ১৬টি সোমবার করুন মহাদেবের অর্চনা, তুষ্ট হবেন মহাদেব, খুলে যাবে ভাগ্যে

টানা ১৬টি সোমবার করুন মহাদেবের অর্চনা, তুষ্ট হবেন মহাদেব, খুলে যাবে ভাগ্যে

আজবাংলা      সোমবার ভগবান মহাদেবের কৃপা জীবনকে অত্যন্ত সুন্দর করে তোলে ৷ তিনি শিব তিনিই শম্ভু ৷ অত্যন্ত সহজে তাঁকে সন্তুষ্ট করা সম্ভব বলেই তিনি আশুতোষ ৷ ভগবান শিবকে অত্যন্ত সহজেই যেমন সন্তুষ্ট করা সম্ভব হয় কিন্তু তিনি রুষ্ট হলেই হতে পারে মহাপ্রলয় ৷  

আপনি যদি টানা ১৬ টি সোমবার মহাদেবের অর্চনা করেন তাহলে সমস্ত রকম মনোস্কামনা পূরণ হওয়া সম্ভব হয় | পুরাণ অনুসারে শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন | জানুন কি কি ভাবে করবেন মহাদেবের এই ব্রত | পর পর ১৬টি সোমবার আপনাকে উপোস করতে হবে ৷ একেবারে শুদ্ধ মনে এই ব্রত পালন করলে ফল মিলবে হাতেনাতে ৷ আপনার বাড়ির ঠাকুর ঘরে শিবের মূর্তি রাখতে হবে ৷ যদি মূর্তি না থাকে, তাহলে মহাদেবের ছবি -তে পুজা-অর্চনা করলেও একই ফল মিলবে |

আপনার ঠাকুর ঘরের মুখ হওয়া উচিত উত্তর পূর্ব দিকে ৷ আর মহাদেবের মূর্তিটি রাখতে হবে উত্তর মুখে ৷ বেলপাতা,চাল, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন , ধুতরো, দুধ, কর্পূর এই সব কিছু লাগে দেবাদিদেবে-র আরাধনার জন্য ৷ একই জিনিস লাগে মহাদেবের অর্চনাতে | পূজার থালিতে এই সব উপকরণ এক করে রেখে আরাধনা করতে হবে ৷ 

স্নান করে পুজো করতে বসতে হবে ৷ সেখানে সোমবারের ব্রতকথা যেরকম পাঠ করতে হবে, ঠিক তেমনিই ওঁ নমঃ শিবায় মন্ত্র পড়তে হবে ৷ সাদা পোশাক পরে আরাধনা করবেন ৷আর সন্ধ্যাবেলা ফের শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন ৷ খাবার হওয়া উচিত নুন বিহীণ ৷ সেক্ষেত্রে ফল বা দুধ জাতীয় খাবারই আদর্শ এই ব্রত রাখার জন্য ৷