টানা ১৬টি সোমবার করুন মহাদেবের আরাধনা, পূরণ হবে সমস্ত রকমের মনোস্কামনা

টানা ১৬টি সোমবার করুন মহাদেবের আরাধনা, পূরণ হবে সমস্ত রকমের মনোস্কামনা

আজবাংলা      টানা ১৬ টি সোমবারে যদি আপনি মহাদেবের আরাধনা করেন তাহলে সমস্ত রকম মনোস্কামনা পূরণ হওয়া সম্ভব হয় | পুরাণ অনুসারে জানা যায় শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন | কীভাবে করবেন এই ব্রত | জেনে নিন 

টানা ১৬টি সোমবার অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবারগুলিতে আপনাকে উপোস থাকতে হবে | একেবারে শুদ্ধ মনে পালন করতে হবে এই ব্রত | এই ব্রত নিয়ম মেনে করলে ফল মিলবে হাতেনাতে | নিজেদের ঠাকুর ঘরে রাখতে হবে শিবের মূর্তি | যদি মূর্তি না থাকে, তাহলে ছবি -তে পুজা-অর্চনা করলেও একই ফল হবে | 

আপনাদের ঠাকুর ঘরের মুখ সবসময় হওয়া উচিত উত্তর পূর্ব দিকে | আর উত্তর মুখে রাখতে হবে ঠাকুরের মূর্তিটি | 

শিবের আরাধনার উপকরণও খুবই সহজলভ্য | বেশি ভাগ দেব-দেবীর আরাধনার জন্য লাগে বেলপাতা,চাল, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন , ধুতরো, দুধ, কর্পূর এই সব কিছু | এই সমস্ত জিনিস হুলৈ লাগবে মহাদেবের আরাধনার জন্যও | পূজার থালিতে এই সব উপকরণ এক এক করে রেখে আরাধনা করতে হবে | 

স্নান করে শুদ্ধ বস্ত্রে বসতে হবে মহাদেবের আরাধনার জন্য | সেখানে সোমবারের ব্রতকথা যেরকম পাঠ করতে হয়, ঠিক তেমনিই ওঁ নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে হবে | 

সাদা পোশাক পরে আরাধনা করবেন মহাদেবের |  আর সন্ধ্যাবেলা ফের শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন |  

শ্রাবণ মাসের সোমবারগুলিতে যেভাবে মহাদেবের পুজো করা হয় সেই ভাবেই সঠিক সময় ১৬টি  সোমবারের ব্রত করতে হবে | তবে শুধু শ্রাবণের সোমবার গুলিতে করেই থেমে যাবেন না  | টানা ১৬ সপ্তাহ করতে পারলে তবেই মিলবে পুণ্যফল |