টানা ১৬টি সোমবার করুন মহাদেবের আরাধনা, পূরণ হবে সমস্ত রকমের মনোস্কামনা

আজবাংলা টানা ১৬ টি সোমবারে যদি আপনি মহাদেবের আরাধনা করেন তাহলে সমস্ত রকম মনোস্কামনা পূরণ হওয়া সম্ভব হয় | পুরাণ অনুসারে জানা যায় শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন | কীভাবে করবেন এই ব্রত | জেনে নিন
টানা ১৬টি সোমবার অর্থাৎ প্রতি সপ্তাহের সোমবারগুলিতে আপনাকে উপোস থাকতে হবে | একেবারে শুদ্ধ মনে পালন করতে হবে এই ব্রত | এই ব্রত নিয়ম মেনে করলে ফল মিলবে হাতেনাতে | নিজেদের ঠাকুর ঘরে রাখতে হবে শিবের মূর্তি | যদি মূর্তি না থাকে, তাহলে ছবি -তে পুজা-অর্চনা করলেও একই ফল হবে |
আপনাদের ঠাকুর ঘরের মুখ সবসময় হওয়া উচিত উত্তর পূর্ব দিকে | আর উত্তর মুখে রাখতে হবে ঠাকুরের মূর্তিটি |
শিবের আরাধনার উপকরণও খুবই সহজলভ্য | বেশি ভাগ দেব-দেবীর আরাধনার জন্য লাগে বেলপাতা,চাল, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন , ধুতরো, দুধ, কর্পূর এই সব কিছু | এই সমস্ত জিনিস হুলৈ লাগবে মহাদেবের আরাধনার জন্যও | পূজার থালিতে এই সব উপকরণ এক এক করে রেখে আরাধনা করতে হবে |
স্নান করে শুদ্ধ বস্ত্রে বসতে হবে মহাদেবের আরাধনার জন্য | সেখানে সোমবারের ব্রতকথা যেরকম পাঠ করতে হয়, ঠিক তেমনিই ওঁ নমঃ শিবায় মন্ত্র পাঠ করতে হবে |
সাদা পোশাক পরে আরাধনা করবেন মহাদেবের | আর সন্ধ্যাবেলা ফের শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন |
শ্রাবণ মাসের সোমবারগুলিতে যেভাবে মহাদেবের পুজো করা হয় সেই ভাবেই সঠিক সময় ১৬টি সোমবারের ব্রত করতে হবে | তবে শুধু শ্রাবণের সোমবার গুলিতে করেই থেমে যাবেন না | টানা ১৬ সপ্তাহ করতে পারলে তবেই মিলবে পুণ্যফল |