বৈশাখে এই দেবতার পুজো করুন এবং কিছু নিয়ম পালনের মাধ্যমে জীবন সুখ শান্তিতে ভরিয়ে তুলুন

বৈশাখে এই দেবতার পুজো করুন এবং কিছু নিয়ম পালনের মাধ্যমে জীবন সুখ শান্তিতে ভরিয়ে তুলুন

 বৈশাখ অত্যন্ত পবিত্র একটি মাস। এটি বছরের শুরুর মাস। তাই যদি এই মাসে নির্দিষ্ট কিছু নিয়ম পালন করা যায়, তা হলে মনে করা হয় সারা বছর শুভ ভাবে কাটানো যেতে পারে। রাশি চক্রে কোনও ভাবে যদি রাহু, কেতু ও রবির স্থান দুর্বল থাকে, তা হলে এই দেবতার পুজোর মাধ্যমে তা অনেকটা ভাল করা যেতে পারে।

সারা বৈশাখ জুড়ে এই দেবতার পুজো করলে জীবনে আরও নানা প্রকার শুভত্ব ঘটতে থাকে। প্রথম দিন থেকে যদি সম্ভব না হয় যে কোনও দিন থেকেই শুরু করা যেতে পারে। কোন দেবতার পুজো করতে হবে—

বৈশাখ মাসের প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত যদি সিদ্ধিদাতার পুজো করা যায় অর্থাৎ সঠিক নিয়মানুসারে যদি গণেশ ঠাকুরের পুজো করা যায় তা হলে জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। এ ছাড়া বৈশাখেগণেশের পুজো করলে আর্থিক উন্নতি হয় এবং সামাজিক প্রতিপত্তিও বৃদ্ধি পায়।

এ ছাড়া নানা বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কোন নিয়ম পালন করতে হবে—

• পুজোর প্রসাদ হিসেবে যতটা সম্ভব লাড্ডু দেওয়ার চেষ্টা করতে হবে। 

• ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালতে হবে। প্রতি সকাল ও সন্ধ্যা বেলা।

• গণেশের মুর্তির পাশে একটি নারকেল রাখতে হবে।

• প্রতি দিন গণেশ মন্ত্র ১০৮ বার জপ করতে হবে।

• পুজোর সময় দুর্বা অবশ্যই ব্যবহার করতে হবে।

• যে কোনও হলুদ ও লাল রঙের ফুল অর্পণ করতে হবে।