যে যে লক্ষন দেখে বুঝবেন চোখে সমস্যার সৃষ্টি হয়েছে

যে যে লক্ষন দেখে বুঝবেন চোখে সমস্যার সৃষ্টি হয়েছে

বর্তমান সময়ে কম-বেশি সবারই চোখের সমস্যা হতে পারে। অনেকে বুঝতে পারেন না যে, তার চোখে সমস্যা হয়েছে। অনেকে জানেন না, কখন চোখের ডাক্তার দেখাবেন। এ ক্ষেত্রে নিজের চোখের অবস্থা ও লক্ষণ দেখে বুঝে নিতে হবে। চোখের কিছু লক্ষণে আপনাকে সাবধান হতে হবে। যেতে হবে চিকিত্‍সকের কাছে। লক্ষণগুলো হল- চোখে ঝাপসা দেখা বা চোখের সামনে অন্ধকার দেখা ক্যানসার, টিউমার বা স্ট্রোকেরও ইঙ্গিত দেয়।

 Amazon-এ চলছে সেল

এ সমস্যা দেখা দিলে চিকিত্‍সকের পরামর্শ নিন। ডাবল ভিশন বা দুটো করে সবকিছু দেখার সমস্যা থাকলেও চিকিত্‍সকের পরামর্শ নিন। মূলত চোখের ভেতরে পেশির সমস্যা হলে ডাবল ভিশন হয়। এ ছাড়া স্নায়ু রোগেও এই সমস্যা দেখা যায়। যে যে লক্ষন দেখে বুঝবেন চোখে সমস্যার সৃষ্টি হয়েছে—

চোখে ব্যথা করা : চোখে ব্যথা করা মোটেও ভালো লক্ষণ নয়। চোখ ব্যথা মানুষকে অন্ধ করে দিতে পারে। তীব্র গ্লুকোমারের কারণে এটি হয়। এর ফলে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত ও চোখ অন্ধ হয়ে যায়। চোখে ঝাপসা দেখা, তীব্র মাথাব্যথা, বমিভাব হয়। চোখে ব্যথা ইনফেকশন, চোখ জ্বালা করা, শুকিয়ে যাওয়া, অ্যালার্জির জন্যও হতে পারে। চোখে ব্যথা হলে চিকিৎসকের সাহায্য নিতে হবে।

 চোখ লাল অথবা গোলাপি হওয়া : চিকিৎসকদের মতে, চোখ লাল অথবা গোলাপি হওয়া বিপজ্জনক। কনজাংটিভাইটিস প্রদাহ, অ্যালার্জি বা চোখে ছানি পড়ার কারণে এমনটি হয়। তবে বেশির ভাগ সময় ছানি পড়ার কারণে হয়। ছানি পড়লে চোখের আইরিশ ও পিউপিল একটা স্বচ্ছ লেয়ারে ঢাকা পড়ে। অনেক সময় এটি চোখের গভীরে প্রবেশ করে। এ কারণে দ্রুত চিকিৎসা নিতে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

রাতে গাড়ি চালানোর সময় অস্পষ্ট দেখা : রাতে গাড়ি চালানোর সময় যদি দেখেন দূরের জিনিস অস্পষ্ট লাগছে বা অন্ধকারে কিছু দেখতে খুব কষ্ট হচ্ছে, বুঝবেন আপনার চোখে সমস্যা হয়েছে। এ সমস্যায় দ্রুত চোখের ডাক্তারের কাছে যেতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নতুন চশমা নিতে হবে।

ঘন ঘন মাথাব্যথা : মাথাব্যথা নানা কারণে হয়। চোখের জন্যও হয়। ঘন ঘন মাথাব্যথার কারণে গুরুতর কিছু হতে পারে। এজন্য মাথাব্যথা হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়া চোখে ড্রাই সিনড্রম থাকলে পানিপড়া সমস্যা দেখা দেয়। এ সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে আই ড্রপ ব্যবহার করতে হবে।অনেক সময়ে চোখ ধাঁধিয়ে যায়। চোখের সামনে আলো ফেললে কিছু দেখা যায় না, তেমন অনেকেরই সাধারণ আলোতেই হঠাত্‍ চোখ ধাঁধিয়ে যায়। ক্ষণিকের অস্বস্তি হলেও এই সমস্যাকে কেউ খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যদি এই সমস্যা দেখা যায়, তাহলে চিকিত্‍সকের কাছে পরামর্শ নিন।