দুধ খেতে ব্যস্ত কাজিরাঙা থেকে উদ্ধার হওয়া গন্ডারের ছানাটি, দেখুন সেই ভিডিও

আজবাংলা করোনা ভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে যেন লাগাতার লেগেই আছে বৃষ্টি | এই বৃষ্টির জেরেই জলে ভাসছে চারিদিক | বন্যায় ভেসে গিয়েছে অসম | সেই কারণেই জলে ভেসে গিয়েছে কাজিরাঙা জঙ্গলও | আজ হাজার হাজার মানুষ হয়েছেন ঘরছাড়া | তেমনই কাজিরাঙার বহু পশু শুধু জঙ্গল ছাড়া হয়েছে তারসঙ্গে মারা গিয়েছে অনেক পশু-পাখিও |
অসমের কাজিরাঙা সাধারণত রাইনো বা গণ্ডারের জন্য বিখ্যাত | এই বন্যার জেরে তারাও এদিক ওদিক ভেসে গিয়েছে | মা হারা হয়েছে অনেক শিশু গণ্ডার বা গণ্ডার ছানা | সেই রকমই এক শিশু গণ্ডারকে উদ্ধার করা হয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে |
ওই গন্ডারের ছানাটিকে রাখা হয়েছে একটি রেসকিউ সেন্টারে | সম্প্রতি সেই ছানাটির দুধ খাওয়ার ভিডিও শেয়ার করেছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ | তারা ভিডিওটি প্রকাশ্যে আনার পরেই তা ভাইরাল হয়ে যায় |
এই ভিডিও শেয়ার করে তারা লিখেছেন, "আমরা আপনাদের সঙ্গে একটি ভাল খবর ভাগ করে নিতে চাই | ১৪ জুলাই কাজিরাঙা থেকে একটি গণ্ডারের বাচ্চাকে উদ্ধার করা হয় | সে এখন ভাল আছে। দুধ খাওয়াও শুরু করেছে |"
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই সকলে ওই শিশু গণ্ডারটির সুস্থতা কামনা করেছেন | অনেকে লিখেছেন এর থেকে ভাল খবর আর হয় না |
নাজেহাল অবস্থা আজ অসমে একদিকে করোনা অন্যদিকে বন্যা | প্রতি বছরই বর্ষাকালে বা এই সময়টায় অসমে বন্যা হতে দেখা যায় | কিন্তু এই ভাবে পুরো কাজিরাঙা কোনদিন ভেসে যেতে দেখা যায়নি | আজ সারা দেশের মানুষ অসমের জন্য কামানো করছেন | যাতে সকলে তাড়াতাড়ি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পাড়ে |
https://twitter.com/kaziranga_/status/128খেলা8দেশ603কলকাতা2কলকাতা0299009?ref_src=twsrc%খেলাEtfw%দেশCtwcamp%খেলাEtweetembed%দেশCtwterm%খেলাE128খেলা8দেশ603কলকাতা2কলকাতা0299009%দেশCtwgr%খেলাE&ref_url=https%3A%2F%2Fbengali.news18.com%2Fnews%2Fnational%2Frhino-calf-rescued-in-kaziranga-drinks-milk-at-care-center-pb-কলকাতাদেশ6দেশ00.html