বাস্তুমতে ঘরের কোনখানে গণেশের মূর্তি রাখলে মিলবে সুফল জেনে নিন

বাস্তুমতে ঘরের কোনখানে গণেশের মূর্তি রাখলে মিলবে সুফল জেনে নিন

আজবাংলা  আমরা দিনের শেষে সবাই যার যার বাড়ি ফিরে যাই। প্রত্যেক মানুষের কাছে নিজের বাড়ি খুবই কাছের হ্য়। সেই কারনে, কম বেশি সকলেই সুন্দরভাবে মনের মতন করে নিজের বাড়িটিকে সাজিয়ে তোলার চেষ্টা করেন। হিন্দুদের ঘর বাড়ি সাজানোর জন্য সাধারনত নানান ধরনের গণেশের মূর্তি, ছবি, পেন্টিং দেখা যায়।

তাদের বাড়িতে গণেশের মূর্তি বা ছবি থাকবে না, এ দৃশ্য বিরল। তবে, এগুলি হিন্দুদের কাছে শুধুই শো-পিস নয়, আরাধ্যও বটে। হিন্দুশাস্ত্র মতে, সমস্ত দেবদেবীর আগে পুজিত হয়ে থাকেন গণেশ। আর সেইসব কারণেই ঘরের যেকোন স্থানে গণেশের পেন্টিং বা মূর্তি রাখা একেবারেই বাস্তুসম্মত নয়। আসুন দেখে নেওয়া যাক, বাড়ির কোন কোন জায়গায় গণেশের ছবি বা পেন্টিং রাখা ভাল।

বাড়ির প্রবেশের পথে : আপনার বাড়িতে ঢোকার সময়ই যদি চোখে পড়ে গণেশের পেন্টিং? তাহলে কাজটি একেবারে ঠিক করা হয়েছে। ঘরের প্রবেশ দ্বারে বা সেই দেওয়ালে গণেশের মূর্তিকে রাখলে আপনার ভালই হবে৷বাড়ির দক্ষিণে দিক : বাস্তুশাস্ত্র মতে, বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে গণেশের ছবি না রাখাই ভালো। এর থেকে উত্তর অথবা উত্তর-পূর্ব দিকে রাখুন গণপতির মূর্তি বা পেন্টিং৷

এতে বিবাহিত জীবনে ও পারিবারিক সম্পর্কে সুখশান্তি বজায় থাকে৷ খাবারের জায়গায় : ডাইনিং টেবলের পাশের দেওয়ালে যদি মূর্তি বা পেন্টিং টাঙানোর ব্যবস্থা থেকে থাকে, তাহলে দেরি না করে সেখানেই রাখুন সিদ্ধিদাতাকে৷ এতে শরীর ও মন সুস্থ থাকে৷ ঘরে সবসময় শুভশক্তি বিরাজ করে৷

শোওয়ার ঘরে : শোওয়ার ঘর থেকে এখনই গণেশের পেন্টিং সরিয়ে ফেলতে হবে। বাস্তু মতে এতে বাড়ির কলুশতা নষ্ট হয়৷

ডান্সিং গণেশ : এমন দেখতে পেন্টিং বা শোফিশ বাড়িতে থাকলে অতিথিদের প্রশংসাও পাওয়া যায়৷ কিন্তু চেষ্টা করুন বাড়িতে ডান্সিং গণেশের মূর্তি বা পেন্টিং না রাখার৷ এতে গনপতি বাবার আর এক অগ্নিশর্মা রূপই লুকিয়ে থাকে৷

সাদা গণেশ : গণপতি দিয়েই যদি ঘর সাজানোর ইচ্ছা থাকে, তাহলে বেশি পরিমাণে সাদা রঙের পেন্টিং বা মূর্তিই রাখতেই পারেন৷

শৌচাগারের দেওয়াল : অনেকেই শৌচাগারের বাইরের দেওয়ালটিতে গণেশের মূর্তি-যুক্ত টাইলস বসিয়ে ফেলেন৷ এতে ঘরের শোভা হয়তো বৃদ্ধি পায়৷ কিন্তু বাস্তু অনুযায়ী তা একেবারেই বাড়ির জন্য শুভ নয়৷ শৌচালয় বা চেঞ্জিং রুমের ভিতর বা বাইরের দেওয়ালে ভুল করেও গণপতির পেন্টিং নয়৷