পবিত্র চৈত্র মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে করুন এই কাজগুলি

পবিত্র চৈত্র মাসে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে করুন এই কাজগুলি

চৈত্র অত্যন্ত পবিত্র একটি মাস।   চৈত্র মাস বাংলা মাসের খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে নববর্ষের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হয়। এই মাস থেকেই নববর্ষের সূচনা হয়। ১৮ মার্চ থেকে চৈত্র মাস শুরু হয়েছে। চৈত্র মাসে অনেক উৎসব হয়। চৈত্র পূর্ণিমার দিনে চিত্রা নক্ষত্র দেখা মিলেছে। চৈত্র শুক্ল প্রতিপদ থেকে ব্রহ্মাজী বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন। এছাড়াও চৈত্র মাস থেকেই সত্যযুগের সূচনা হিসাবে ধরা হয়। এই বিশেষ মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচিত হয়। এমতাবস্থায় জেনে নিন এই মাসে কী কী করলে উপকার পাওয়া যায়।

এই মাসে কোন কোন কাজ করবেন  চৈত্র মাসে কোন কাজ করলে উপকার জানেন? ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করলে উপকার পাওয়া যায়। এই মাসে সূর্য দেবতার পুজো করলে জীবনের ঝামেলা দূর হয়। অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। এই বিশেষ সময় ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এছাড়া ভগবান বিষ্ণুর মৎস্য রূপের পুজো করা উচিত। এমনটি করলে মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায়। অর্থনৈতিক দিক খুব শুভ।

মা দুর্গার পুজো করা হয়  এই মাসে মা দুর্গার নয়টি রূপের পুজো করা হয়। শাস্ত্রমতে চৈত্র মতে এই সময় নবরাত্রিকে ইচ্ছা পূরণের জন্য বিশেষ। এ বছর চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে ২রা এপ্রিল থেকে। এই সময় শুভ কাজ করলে উপকার পাওয়া যাবে।

কোন কোন খাবার এরিয়ে চলবেন  যদি কেউ চৈত্র নবরাত্রি উপবাস করেন। তাহলে উপবাসকারীরা নোনতা জিনিস খাবেন না। এই সময়ে প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খাবেন না। আসলে এই মাসে অতিরিক্ত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। এমতাবস্থায় মিষ্টি জাতীয় খাবার খাওয়া এড়িয়ে চলআই ভালো। এছাড়া চৈত্রে অতিরিক্ত মরিচ, মশাল ও বাসি খাবার খাওয়া উচিত নয়। এটি স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। শরীর খুব খারাপ হবে।

কোন কোন জিনিস খাওয়া ভালো  এই সময়ে কোন কোন জিনিস খাওয়া খুব ভালো। চৈত্র মাসে তেতো জাতীয় জিনিস খাওয়া খুব ভালো। নিম পাতা খাওয়া স্বাস্থ্যের দিক থেকে ভালো বলে মনে করা হয়। এটি এই সময়ে অনেক রোগ রোগ সেরে যায়। এই মাসে ছোলা খান। তা কিন্তু বিশেষ শুভ বলে মনে করা হয়। এই সময় বেশি করে পাকা ফল ও মিষ্টি খান। তা খুব শরীরের জন্য উপকারী।

এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভগ্যকে সব দিক থেকে জাগিয়ে তুলতে পারি। সমস্যা ছাড়া মানুষ নেই। কিন্তু এই সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারলে কিছুটা হলেও জীবন সরল স্বাভাবিক হয়ে উঠবে। তাই ভাগ্য বদলাতে চৈত্র মাসে করন এই কাজগুলি।

কী কী কাজ—   যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে, তা হলে একটা গ্লাস ভর্তি করে নুন নিন এবং তাতে সামান্য তুলসীতলার মাটি রেখে ঘরের যে কোনও জায়গায় রেখে দিন। গোটা চৈত্র মাস এই গ্লাসটি রেখে দিন। তার পর নুন বাইরে কোথাও ফেলে দিন। 

যদি খুবই অর্থের অভাব দেখা দেয় তা হলে একটা ছোট পাত্রে ভর্তি করে নুন এবং তাঁর ওপর একটা লবঙ্গ দিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস। তার পর সেই নুন প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

 যদি বাড়িতে কেউ অসুস্থ থাকেন অর্থাৎ দীর্ঘ দিন ধরে ভুগছেন, তাঁর ঘরে বা ঘুমনোর সময় মাথার কাছে কিছুটা নুন রেখে দিন এবং সেই নুন এক সপ্তাহ অন্তর বদলে ফেলুন।

  বিশেষ করে মনে রাখতে হবে চৈত্র মাসে কাউকে কখনও নুন দেওয়া যাবে না।

 ভাগ্যের উন্নতি করতে চৈত্র মাসে সপ্তাহে যে কোনও দু’দিন কলাগাছের গোড়ায় নুন ও জল দিন।

  চৈত্র মাসে সাধ্য মতো কিছু অন্ন এবং বস্ত্র দান করুন।