অত্যন্ত খারাপ পরিস্থিতিতে রক্ষা করেন মহাদেব, তার কৃপায় কেটে যায় সংসারের বাধা -বিপত্তি

অত্যন্ত খারাপ পরিস্থিতিতে রক্ষা করেন মহাদেব, তার কৃপায় কেটে যায় সংসারের বাধা -বিপত্তি

আজবাংলা         আজ সোমবার ভগবান শিবের বার, শিবের কৃপায় সংসারের বাধা বিপত্তি সময়ের সঙ্গে সঙ্গে কেটে যায় | ভগবান শিবের কৃপায় ক্রমশই প্রতিদিনই যশ, খ্যাতি বা সমৃদ্ধি বাড়ে | শিবের মহাশক্তিতে সমস্ত অশুভ শক্তি জীবন থেকে বিতাড়িত হয়ে থাকে |

 শ্রাবণ মাসের পর পর সোমবার শিবের পুজো করলে মনবাঞ্ছা পূরণ হয়ে থাকে ৷ প্রতি সোমবার উপোস করে শিবমন্ত্র জপ করলে দ্বন্দ্ব, বিদ্বেষ থেকে মুক্তি পাওয়া যায় ৷ শিবের পুজোয় আকন্দ ফুলের মালা, ধুতরা ফুল, দুধ দিয়ে স্নান করালে অত্যন্ত সন্তুষ্ট হন ভগবান শঙ্কর ৷

সোমবারের মহাব্রত পালন করলে নিমেষেই সুন্দর হয় জীবন ৷ সকালে স্নান সেরে শিবের মন্দিরে যান । বা বাড়ির শিবলিঙ্গে গঙ্গাজল, বেল পাতা, ঘি, দুধ সহযোগে পুজো করুন । মহাদেবের অভিষেকে কখনও হলুদ ব্যবহার করবেন না ।

বাবা মহাদেবই মঙ্গলময়, তিনিই মহেশ্বর ৷ অল্পতেই সন্তুষ্ট হন বলেই তাঁকে আশুতোষ বলা হয় ৷ সংসারের বড় অশান্তি, অভাব বা মনমালিন্য ভগবান শিবের কৃপায় নিমেষেই কেটে যায় ৷ 

সন্তানের মঙ্গলে মায়েরাও ব্রত রাখেন ৷ ভগবান শিবের পুজোয় কোনও রকমের আড়ম্বর প্রয়োজন হয়না ৷ তিনি একটি মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট ৷প্রতিটি ঘরেই মাযের শিবের ব্রত পালন সন্তনকে দীর্ঘাযু করে তোলে ৷

পরম ভক্তিতে হিন্দুরা শিবের পুজো করে থাকেন ৷ শিবের পুজোতেই জীবন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে ৷ সত্য শিব ও সুন্দরের অনুভব জীবন দর্শনকে আরও গভীতর করে ৷ শাস্ত্রমতে প্রতিদিন শিবের পুজো করলে জীবনের বড় বড় ফাঁড়া কেটে যায় সহজেই ৷