আজবাংলা ২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন এক সময়ের সিপিএমের বাহুবলী নেতা লক্ষণ শেঠ। বিজেপিতে সেভাবে জায়গা না পেয়ে ২০১৮-তে ওই দল ছেড়ে দেন। তারপর তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু নন্দীগ্রাম আন্দোলনে যাঁর বিরুদ্ধে লড়াই করে শুভেন্দু অধিকারিরা পায়ের তলায় জমি পেয়েছেন, তাঁকে দলে নিতে চায়নি তৃণমূল। অগত্যা, নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করতে কংগ্রেসের ছাতার তলায় আসার চেষ্টা করেন তিনি। নন্দীগ্রাম গণহত্যার অন্যতম নায়ক হিসাবে অভিযুক্ত এই লক্ষণ শেঠকে দলে নেওয়া নিয়ে বিধান ভবনের জল অনেক ঘোলা হয়েছে। বিরোধী দলনেতা আবদুল মান্নানের মতো বেশ কিছু নেতা লক্ষণ শেঠকে দলে নেওয়ার বিরোধিতা করে বারংবার মুখ খুলেছেন। বল গড়ায় দিল্লি পর্যন্ত। প্রদেশ কংগ্রেসের একাংশের দাবি, লক্ষণ শেঠকে দলে নিতে দিল্লির আপত্তি নেই। মঙ্গলবারই দিল্লি থেকে এই বার্তা বিধান ভবনে এসেছে। ফলে যে কোনও দিনই হাত-পতাকা হাতে তোলার সুযোগ পেতে চলেছেন একদা কট্টর এই সিপিএম নেতা।
আজকের পপুলার খবর
ছাত্রকে মারধর করার প্রতিবাদে অভিবাবকদের বিক্ষোভ
Aaj Bangla -
0
আজবাংলা বহরমপুর শুক্রবার মুর্শিদাবাদের এন অ্যাকাডেমির প্রাথমিক বিভাগের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে অভিবাবকরা। অভিভাবকদের অভিযোগ, বৃহস্পতিবার স্কুল চলাকালীন এক শিক্ষক চতুর্থ শ্রেণির ছাত্র সুদীপ...