নদীয়ার অগ্নিদগ্ধ হয়ে শিশু মৃত্যুর পর আজ চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু

নদীয়ার অগ্নিদগ্ধ হয়ে শিশু মৃত্যুর পর আজ চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু

গতকাল নদীয়ার করিমপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছিলো তিন বছরের এক শিশুর। গুরুতর অসুস্থ অবস্থায় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি ছিলো আরো দুজন পরিবার সদস্য যার মধ্যে এক বৃদ্ধা আজ মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়। পরিবার সূত্রে জানা যায় নদিয়ার করিমপুর নাটনা এলাকায় এক গৃহস্ত মহিলা গতকাল পরিবারের রান্না করছিলেন এক গৃহবধূ।

রান্নার সরঞ্জাম ঘরে থেকে আনতে গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহৃত পাটকাঠির সাথে থাকা পাটের ফেঁশোর আগুন লেগে যায় ঘরের জামাকাপড় এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রে। এক শিশুসহ পরিবারের দুই সদস্য অগ্নিদগ্ধ অবস্থায় অচৈতন্য হয়ে পড়ে ঘরের মধ্যেই।

প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে তিনজনকেই । এরপর করিমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবার সাথে সাথেই শারীরিক অবস্থার অবনতি দেখে তাদের কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে স্থানান্তরিত করে।

সেখানে চিকিৎসা চলাকালীন তিন বছর বয়সী ওই শিশুর মৃত্যু হয় সন্ধ্যা নাগাদ, বাকি দুই সদস্যের মধ্যে মৃত্যু হয় অপর আরেকজন বৃদ্ধা সদস্য। একই পরিবারে শিশু এবং বৃদ্ধা দুটি মৃত্যুর  পরিপ্রেক্ষিতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।