রুগীকে বাঁচতে ডাক্তারের হাতে ‘বাথরুম স্ক্রাবার, হাসির খোরাক বাংলার জনপ্রিয় সিরিয়াল

আজবাংলা সিরিয়ালে আর কি কি দেখানো বাকি থাকল? হিন্দি থেকে বাংলা সব জায়গাতেই বিনোদন জগতে মাঝে মধ্যে এমন ছবি সাধারণ মানুষের সামনে উঠে আসে যা দেখে মানুষের হাসি ছাড়া আর কিছু পায় না | একের পর এক অদ্ভুত কাণ্ড কারখানা ঘটিয়েই চলেছে বিনোদন জগৎ | সিরিয়েল ও ছবির কিছু দৃশ্যে হার মানতে হয়েছে বিজ্ঞান,পদার্থবিদ্যা, চিকিৎসা বিদ্যার সমস্ত নিয়মকে | সেই রকমই আরও এক উদাহরণ তুলে ধরল ZEE বাংলার জনপ্রিয় সিরিয়েল 'কৃষ্ণকলি’|
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কৃষ্ণকলি ধারাবাহিকের ৭০৪ নম্বর এপিসোডের একটি দৃশ্যের স্ক্রিন শট | যা দেখে একের পর এক ট্রল করছে নেটিজেনরা | ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছে কৃষ্ণকলির মূল চরিত্রে থাকা নিখিলের দাদা অরুণ | নিখিলের দাদাকে বাঁচিয়ে তোলার জন্য চিকিৎসক আসল যন্ত্রের বদলে ব্যবহার করছেন ফ্লোর স্ক্রাবার | যা দেখে স্বাভাবিক ভাবেই সকলেই হাসছে | এই ধরণের দৃশ্য দেখলে সত্যিই হাসি পাওয়ারই কথা | আর এমন ভাবে স্ক্রাবার দু'টি ব্যবহার করা হয়েছে যে তা সহজেই দর্শকদের নজরে পড়েছে নেটিজেনদের | আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মিমের বন্যা |
চিকিৎসায় রুগী সারা না দিলে অনেক সময় চিকিৎসকেরা শকের ব্যবহার করে থাকেন | যাতে ফের হৃদযন্ত্র সচল হয় | সেই রকমই এক দৃশ্যতে শকের মেশিনের জায়গায় ফ্লোর স্ক্রাবার | সেই ভিডিও ক্লিপে চিকিৎসককে বলতে শোনা গেল ‘আমি জানি না, উনি বাঁচবেন কি না, তবে আমরা সবরকম চেষ্টা করব |' আর তারপরেই ফ্লোর স্ক্রাবার দিয়ে অসুস্থ অরুনকে শক দিতে ব্যবহার করা হলো বাথরুম স্ক্রাবার |
কৃষ্ণকলি ধারাবাইকে ব্যবহার করা হয়েছে, সেটি Scotch-Brite Bathroom Brush | যা দিয়ে বাথরুমের মেজে পরিষ্কার করা হয় | এই সিরিয়ালের পরিচালক যে বাথরুম স্ক্রাবার ব্যবহার করবেন এই ভাবে কেই বা জানতো?
https://www.facebook.com/anindya.s.basu/posts/10157995217744011