ভুলেও বৃহস্পতিবার করবেন না এই কাজগুলো, নাহলে মা লক্ষ্মীর রোষে হবেন ভিখারি

আজবাংলা মা লক্ষ্মীর কৃপায় সংসারের শ্রীবৃদ্ধি হয় ক্রমশই ৷ গৃহস্থের যাবতীয় মঙ্গলে রমণীরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন ৷ মা লক্ষ্মীর পুজোর সঙ্গে যদি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়া হয় তাহলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন ৷ মায়ের কৃপায় সংসারের শ্রীবৃদ্ধি হয় ক্রমশই ৷
সংসারের শ্রীবৃদ্ধিতে মা লক্ষ্মীর অপার কৃপা রয়েছে ৷ জলপূর্ণ ঘট, আমপল্লব সহযোগে ধূপ প্রদীপ জ্বেলে মা লক্ষ্মীর আরাধনা করেন গৃহস্থের গৃহিণীরা ৷ এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন ৷ তবে লক্ষ্মীপুজোয় কিছু বিধিনিষেধ রয়েছে ৷ কয়েকটি বিষয় লক্ষ্মীপুজোয় করলে অর্থহীন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই সমস্ত সম্মন্ধে এবার আপনারা সকলে জেনে নিন |
১. লোহা বা স্টিলের বাসনকোসন ব্যবহার করবেন না লক্ষ্মীপুজোয়। লোহা দিয়ে অলক্ষ্মীর পুজা হয়। তাই লোহা দেখলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করেন।
২. ভুল করেও কোনদিন লক্ষীপুজোয় ঘন্টা, কাসর ইত্যাদি বাজাবেন না | মা অত্যন্ত রুষ্ট হন |
৩. মা লক্ষ্মীকে তুলসীপাতা নিবেদন কখনো করবেন না | কিন্তু লক্ষ্মীপূজার পর একটি ফুল ও দুটি তুলসীপাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয়।
৪. লক্ষ্মীপুজা সাধারণত সকলে সন্ধ্যাবেলা করে, তবে অনেকে সকালেও করে থাকেন। তবে সকালে যদি মায়ের পুজো করেন তাহলে সকাল ন-টার মধ্যেকরে পুজো করে নেওয়াই ভাল।
৫. বৃহস্পতিবার নখ, চুল-দাঁড়ি একদম কাটাবেন না ৷ যদি কাটেন তাহলে নাকি আয়ু কমে যায় ৷ এমনকী সন্তানেরও ক্ষতি হতে পারে বলে বলা আছে ৷
৬. বৃহস্পতিবার আমিষ খাবার খাবেন না ৷ এমনকি মদ্যপানও করবেন না ৷ যদি করেন তাহলে সেই সংসারে অর্থাভাব বেড়ে যায় ৷
৭. বৃহস্পতিবার মহিলাদের মাথা ধোয়া উচিত নয় ৷ এতে বৃহস্পতির কুপ্রভাব পড়তে পারে স্বামী ও সন্তানের উপর ৷
৮. এইদিন ধার-দেনা করবেন না ৷ অর্থাৎ কারও কাছ থেকে ধার নেবেন না ও দেবেন না ৷