দেখে নিন তেল চিটচিটে এগজস্ট ফ্যান পরিষ্কার করার সহজতম উপায়

দেখে নিন তেল চিটচিটে এগজস্ট ফ্যান পরিষ্কার করার সহজতম উপায়

আজবাংলা   রান্নার সময় ময়লা ধোঁয়া বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে মিশে এক ধরনের আঠালো ভাব তৈরি করে। এতে রান্নাঘরের দেয়াল ও অন্যান্য জিনিসপত্র তেল চিটচিটে হয়ে যায়। আর এই বিশেষ তেল চিটচিটে ভাব দূর করে এগজস্ট ফ্যান।এগজস্ট ফ্যান উনুনের গরম বাতাস বাইরে বের করে দেয়। এতে রান্নাঘরের বাতাস ঠাণ্ডা থাকে আর তেল চিটচিটে ভাবটাও কম হয়।

আর এই এগজস্ট ফ্যানও প্রতি মাসে একবার পরিষ্কার করতে হবে। আর যদি প্রতি মাসে একবার পরিষ্কার না করা হয়, তাহলে অনেক তেল ও ময়লা জড়িয়ে যায়।ফলে পরিষ্কার করা অনেক কষ্টকর হয়ে পড়ে। তাই কম ময়লা থাকতে থাকতে পরিষ্কার করে ফেলুন আপনার এগজস্ট ফ্যান। আসুন আজকের প্রতিবেদনে দেখে নিন কীভাবে খুব সহজে এগজস্ট ফ্যান পরিষ্কার করে নেবেন-প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, দুই টেবিল চামচ ভিনেগার,

একটি লেবুর রস ও এক কাপ জল একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন।এবার ওই স্প্রে দিয়ে ফ্যানের পাখাগুলো স্প্রে করে দুই মিনিট অপেক্ষা করুন। দুই মিনিট পর ঘষে ঘষে পরিষ্কার করুন। শক্ত ময়লাগুলো দূর করতে ব্রাশ ব্যবহার করুন। এবার একটি শুকনো কাপড় দিয়ে ফ্যানটিকে পরিষ্কার করে ফেলুন। এরপরেই দেখবেন, কি সহজেই সব ময়লা পরিস্কার হয়ে গেছে।