বিধ্বংসী আগুনে পুড়ে ছাই টালিগঞ্জের বিখ্যাত স্টুডিয়ো

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই টালিগঞ্জের বিখ্যাত স্টুডিয়ো

রবিবার সাত সকালে কালো ধোঁয়ায় ঢেকে গেল টালিগঞ্জ এলাকা। ছুটির সকালে এই দুর্ঘটনায় হতবাক এবং আতঙ্কিত সাধারণ মানুষ। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে, কিন্তু, কীভাবে আগুন লাগল, সে বিষয়টি এখনও বুঝতে পারেননি দমকলের কর্মীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে দমকলের ৩টি ইঞ্জিন।

রবিবার ভোর বেলা টালিগঞ্জের বিখ্যাত এনটি ওয়ান স্টুডিয়োর ভেতরের অংশ  স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। দমকল তাড়াতাড়ি পৌঁছে গেলেও ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ভেতরে থাকা প্রচুর প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় পকেট ফায়ার চিহ্নিত করে যুদ্ধকালীন তত্‍পরতায় আগুন নেভানোর কাজ করে চলেছেন দমকল কর্মীরা।

স্টুডিয়োর আশপাশের এলাকা যথেষ্ট ঘনবসতিপূর্ণ, ফলে এখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। দমকল সূত্রে খবর, রবিরার ভোর সাড়ে ৫টা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় আগুন লেগে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন দমকলে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের ৩টি ইঞ্জিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা।

স্টুডিয়োর আশপাশের এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত এলাকাবাসীরা। দমকলের আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।