সরকারি এই স্কিম থেকে এবার পারবেন ৫ লক্ষ টাকা! জেনে নিন নিয়ম

সরকারি এই স্কিম থেকে এবার পারবেন ৫ লক্ষ টাকা! জেনে নিন নিয়ম

PFRDA-র তরফে ন্যাশনাল পেনশন সিস্টেম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জারি করা হয়েছে । এখানে বলা হয়েছে NPS যোজনার সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে ৪.৩৫ কোটি হয়ে গিয়েছে । আপনিও এই স্কিমের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সুবিধা পেতে পারেন । শীঘ্রই এই স্কিমে গ্রাহকদের পুরো টাকা তুলে নেওয়ার অনুমতি দেওয়া হবে । সম্প্রতি Pension Fund Regulatory and Development Authority - PFRDA সাবস্ক্রাইবারদের জন্য একটি নতুন বিকল্প নিয়ে আসার পরিকল্পনা করছে ।

নতুন পরিকল্পনায় ৫ লক্ষ পর্যন্ত টাকা এক বারে পুরো তুলে নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে । দেশজুড়ে করোনা পরিস্থিতির জেরে যে আর্থিক অনিশ্চিয়তা সৃষ্টি হয়েছে তাতে ৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অনুমতি দেওয়া হলে অনেকটাই সুবিধা হবে গ্রাহকদের । বর্তমান নিয়ম অনুযায়ী NPS হোল্ডাররা ২ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন ।

আগে পেনশনার্স তাদের কন্ট্রিবিউশনের ৬০ শতাংশ টাকা তুলতে পারতেন । ৪০ শতাংশ অবশ্য জমা রাখতে হত । NPS অ্যাকাউন্ট ২ ধরনের হয় । একটি টিয়ার ১ ও দ্বিতীয়টি টিয়ার ২ । টিয়ার ১ পুরোপুরি পেনশন অ্যাকাউন্ট । টিয়ার ২ একটি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট । বর্তমানে অ্যাভারেজে ৫.৫ শতাংশ রিটার্ন পাওয়া যায় ।