পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৩ বালিকার

পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৩ বালিকার

আত্মীয় (Relative) বাড়ি বেড়াতে এসে পুকুরে (Pond) স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু (Death) একই পরিবারের তিন বালিকার। এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার চিমুটিয়া এলাকায়। মৃতদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা এলাকায়।

জানা গেছে, গতকাল চিমুটিয়া এলাকায় একটি মেলা উপলক্ষে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল এরা। দুপুরে বাড়ির পিছনের পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি ঘটে।

সাথে সাথে এদের উদ্ধার করে কোলাঘাট থানার মেচেদা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদের নাম  সুপ্রীতা সোরেন (১২), সুষমা সোরেন (৯), শকুন্তলা কিস্কু (৭)। ঘটনার তদন্তে কোলাঘাট থানার পুলিশ।