রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর , ক্লাস সেভেন পাসেই কর্মী নিয়োগ

রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন। নিয়োগকারী সংস্থা: জলপাইগুড়ি জেলা কল্যাণ আধিকারিক (District Welfare Officer Jalpaiguri) পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ও সুইপার (Laboratory Attendant, Sweeper) পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ: মোট ১১ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে। ১ টি ল্যাবরেটরি অ্য়াটেনডেন্ট, ৩ টি হোস্টেলের রাঁধুনে, ১ টি সহকারী রাঁধুনে, ১ টি রাঁধুনে পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়া জীবন বিজ্ঞান, গণিত, রসায়নবিদ্যা, ভৌত বিজ্ঞান ও অর্থনীতিতে ১ জন করে গেস্ট টিচার পদে নিয়োগ করা হবে। বেতন: প্রতি মাসে বেতন মিলবে ১১ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা।
নিয়োগস্থল: পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে এই নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, হোস্টেলের রাঁধুনি, রাঁধুনির সহকারী, ঝাড়ুদার পদে আবেদনের জন্য সপ্তম শ্রেণি পাস করতে হবে। আর গেস্ট টিচার পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ও বি.এড করতে হবে আবেদনকারীদের।
বয়সসীমা: ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনমূল্য: এই চাকরিতে আবেদনের জন্য কোনও আবেদনমূল্য দিতে হবে না প্রার্থীদের। নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। আবেদন পদ্ধতি: অফলাইনেই করতে হবে আবেদন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র একটি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Project officer and District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Developnment, Sivaji Road, Hakimpara, PO & Dist, Jalpaiguri – West Bengal আবেদনের শেষ তারিখ: ১৮ নভেম্বরের মধ্যে করতে হবে আবেদন।