বিরিয়ানি খাওয়ার প্ল্যান নিশ্চয় আছে? মটন, চিকেন বাদ দিয়ে খেয়ে দেখুন এই ভেজ বিরিয়ানি

বিরিয়ানি খাওয়ার প্ল্যান নিশ্চয় আছে? মটন, চিকেন বাদ দিয়ে খেয়ে দেখুন এই ভেজ বিরিয়ানি

আজবাংলা

                                                                                                ভেজ বিরিয়ানি (veg biriyani)

শীতকাল মানেই বাঙালির খাওয়া-দাওয়া হবে বেশ জমিয়ে | তার উপর যদি সামনে থাকে বিরিয়ানি তাহলে তো আর কোথায় নেই | বিরিয়ানি খাওয়ার প্ল্যা সকলের থাকে সবসময় | তবে অনেকে আছেন নিরামিষ খান | মাছ, ডিম্, মাংস খায়না | তাবলে কি তারা বিরিয়ানির স্বাধ পাবে না? এটা একদমই ঠিক না | তাই তাদের জন্য এবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন ভেজ বিরিয়ানি | তাহলে এবছর রেস্তোরাঁ থেকে না এনে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেজ বিরিয়ানি। কম সময়ে সোজা পদ্ধতিতে এবং পছন্দের রেস্তোরাঁর বিরিয়ানি কীভাবে বানাবেন বাড়িতে তার জন্য রইল রেসিপি | 


উপকরণ: 

৪০০গ্রাম বাসমতী চাল
১ টা পেঁয়াজ এর বেরেস্তা
২চা চামচ গোলাপ জল
২চা চামচ কেওরার জল
১/২ কাপ দুধ
প্রয়োজন মতো ফুড কালার
৪চা চামচ ঘি
পরিমাণ মত লবণ
১প্যাকেট বিরিয়ানি মশলা

ধাপ: 

১. চাল কিছুক্ষন ভিজিয়ে রেখে জল গরম করে ভাত বানিয়ে নিতে হবে |

২. একটা পাত্রে ঘি দিয়ে গরম হলে ভাত টা দিয়ে একে একে বেরেস্তা, গোলাপ জল, কেওরার জল, বিরিয়ানি মশলা ও ঘি ছরিয়ে দিতে হবে | 

৩. ওপর দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট আচ সিম করে রাখতে হবে... গ্যাস অফ করে একটু রেখে নামিয়ে নিতে হবে.. রেডি ভেজ বিরিয়ানি | 

৪. এরপর নামিয়ে নিয়ে প্লেটে গরম গরম স্যালাড-এর সঙ্গে পরিবেশন করুন সবাইকে |