নতুন ডিজাইনে সঙ্গে চমকে দেওয়া দামে বাজারে আসছে iPhone 14 Pro

নতুন ডিজাইনে সঙ্গে  চমকে দেওয়া দামে বাজারে আসছে iPhone 14 Pro

iPhone 14 Pro এবং iPhone 14 Pro max লঞ্চ করা হতে পারে এ বছরেই। সব কিছু ঠিক থাকলে চলতি বছর অক্টোবর মাসেই লঞ্চ করা হতে পারে এই দু’টি ফোন। অ্যাপেলের তরফে এখনও কিছু জানান না হলেও, মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে iPhone 14 Pro এবং iPhone 14 Pro max। এই দু’টি ফোনে বেশ কিছু পরিবর্তন করা হতে পারে।

সেই পরিবর্তন একদিকে যেমন ক্যামেরার, সেই সঙ্গে ডিজাইন এবং ফিচারেও বেশ কিছু পরিবর্তন করা হতে পারে। iPhone 14 Pro এবং iPhone 14 Pro max-এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন যে হবেই তা বেশ বোঝা যাচ্ছে। এই দুই ফোনে Sim-এর কোনও স্লট আর রাখা হবে না। সম্ভবত iPhone 14 মডেল থেকে সম্পূর্ণ e-SIM চালু করবে।

ইতিমধ্যে iPhone 11-এবং পরবর্তী মডেলে একটি করে ফিজিক্যাল SIM স্লট দেওয়া হলেও অপর একটি করে e-SIM ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। আগামী মডেলগুলিতেও শুধু e-SIM ব্যবহার করা যাবে। মনে করা হচ্ছে iPhone 14 মডেলে থাকতে পারে 4GB RAM এবং 64GB স্টোরেজ। এই কনফিগারেশনের মডেলটির দাম ৮০ হাজার টাকার আশপাশে হতে পারে।

2TB স্টোরেজ কনফিগারেশনেরও একটি মডেল বাজারে আসতে পারে। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত একটি 48MP ক্যামেরা দেওয়া হবে iPhone 14 Pro মডেলে। সম্প্রতি Apple জানিয়েছে যে iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max মডেল দু’টির ক্যামেরার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনা হবে।এবং আগামী মাসে বিপুলভাবে প্রস্তুত শুরু করা হবে।

এবং লক্ষ্যমাত্রায় পৌঁছলে সেপ্টেম্বরেই ফোনটি লঞ্চ করা হবে। এর কয়েকদিন আগে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে জানা গিয়েছিল, চিনের বেশ কয়েকটি সংস্থা Apple-এর ডিসপ্লে সরবরাহ করে। কিন্তু সেখানে লকডাউনের জন্য বিভিন্ন সংস্থা আপাতত উৎপাদন বন্ধ রেখেছে।

এর ফলে iPhone প্রস্তুত করতে সমস্যা হচ্ছে। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এবার ফের ফোন উৎপাদন দ্রুত লক্ষ্যমাত্রার দিকে পৌঁছনোর চেষ্টা করছে তারা। ওই রিপোর্টে এই সংক্রান্ত বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, iPhone 14- যে সব স্টোর বা রিসেলার বিক্রি করবে তাদের কাছে স্পষ্ট একটি নির্দেশ দেওয়া হয়েছে।

সেখানে বলা হয়েছে, শুরু থেকেই iPhone 14 বিক্রির দিকে জোর দিতে হবে। iPhone 13 বিক্রির ক্ষেত্রে যে লক্ষ্যমাত্রা দেওয়া ছিল এক্ষেত্রে তার থেকে অনেক বেশি লক্ষ্য়মাত্রা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। এবিষয়ে Apple বিশেষজ্ঞ Ming-Chi Kuo জানান, বেশ কয়েকটি চিনা সংস্থা ইতিমধ্যে Apple- এর প্রডাকশনের জন্য ইতিমধ্যে বিনিয়োগ করেছে।  

এই নতুন মডেলের দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে iPhone 14 Pro-র দাম দাম 1099 ডলার থেকে 1199 ডলারের মধ্যে থাকতে পারে। ভারতীয় অঙ্কে যা প্রায় 87 হাজার টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে রাখা হবে।