আজবাংলা গত ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠেছিল নাগেরবাজারের কাজিপাড়ার। বিস্ফোরণে গুরুতর আহত হন ১০ জন। ঘটনার দিনই মারা যায় বছর সাতেকের বিভাস ঘোষ। গুরুতর আহত অবস্থায় আরজি কর হাসপাতালে ভরতি ছিলেন ফল বিক্রেতা অজিত হালদার। তাঁকেও বাঁচানো গেল না। শনিবার রাত দশটা নাগাদ ওই ফল বিক্রেতা মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। নাগেরবাজার বিস্ফোরণকাণ্ডে তদন্ত করছে সিআইডি। তদন্তকারীরা জানিয়েছেন, নাগেরবাজারের কাজিপাড়ায় ফুটপাতে ফলের দোকান সাজিয়ে বসতেন অজিত হালদার, তাঁর ঠিক পাশেই বিস্ফোরণ ঘটেছিল। ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। সিআইডি আধিকারিকদের অজিত হালদার জানিয়েছিলেন, আটা কিনতে যাওয়ার নাম করে তাঁর দোকানের সামনে একটি ব্যাগ রেখে গিয়েছিলেন এক ব্যক্তি। সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ ঘটে। অজিতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার আশায় ছিলেন তদন্তকারীরা।এখনও কাজিপাড়া বিস্ফোরণকাণ্ডে কেউ ধরা পড়েনি। পরিবারের একমাত্র রোজগেরে অজিতের মৃত্যুতে স্বভাবতই ভেঙে পড়েছে তাঁর পরিবার। গত ১১ দিন ধরে হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট-১-এর বিশেষ কেবিনে ভর্তি ছিলেন অজিত। বিস্ফোরণে তাঁর পিঠ এবং কোমরের মাংস উড়ে গিয়েছিল। আঘাত ছিল পেটেও। ঘটনার দিনই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু অস্ত্রোপচারের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।