পঞ্চায়েত ভোটের মুখে ফের শাসকদলে ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

পঞ্চায়েত ভোটের মুখে ফের শাসকদলে ভাঙন, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ

 

মুর্শিদাবাদে (Murshidabad) তৃণমূল ও কংগ্রেসের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক কংগ্রেস (Congress) সমর্থকের। এ ঘটনা নিয়ে ইতিমধ্য়েই রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury)। যা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতির আঙিনা। এরইমধ্যে পঞ্চায়েত ভোটের মুর্শিদাবাদে আরও শক্তি বাড়ল হাত শিবিরের।

শনিবার বহরমপুর জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন পাঁচশোর বেশি কর্মী। যা নিয়ে জোর চর্চা চলছে জেলার রাজনৈতিক মহলে।  এরপরই সাগরদিঘির একটি জনসভা থেকে অধীর চৌধুরী বলেন, “কালকে আমাদের একজন কর্মীকে খুন হতে হয়েছে। তারপরই তৃণমূল কংগ্রেসের বহু সমর্থক-কর্মী  বহরমপুর জাতীয় কংগ্রেসের পার্টি অফিসে এসে কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়।

রবিবার সকাল ১০টায় আমি খড়গ্রাম যাচ্ছি। সেখানেও কয়েকশো তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিতে চলেছে। দুপুরে সন্ত্রাস কবলিত রানিনগরেও আমাদের বৈঠক হবে। সেখানও দেড় থেকে দুই হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী কংগ্রেসে যোগ দিতে চলেছেন। দেখে নেবেন। এখন সব সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বানিয়ে কিছু বলছি না।

শুধু মুর্শিদাবাদে নয়, গোটা বাংলাতেই তৃণমূল আজ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মানুষ তৃণমূলকে ভালবাসছে না। তাই তৃণমূল ছেড়ে কর্মীরা কংগ্রেসে চলে আসছে।” প্রসঙ্গত, ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। চলছে মনোনয়ন জমা।

আগামী ১৫ জুলাই পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন। প্রত্যাহারের শেষ দিন ২০ জুন। এদিকে এরইমধ্য়ে রাজ্যের নানা প্রান্ত থেকে আসছে অশান্তির খবর। উদ্বিগ্ন রাজ্যপাল, নির্বাচন কমিশন। একাধিক জায়গায় বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই প্রেক্ষিতে মুর্শিদাবাদে লাগাতার তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে দেখা যাচ্ছে বহু কর্মী-সমর্থককে। যা পঞ্চায়েত ভোটের আগে হাত শিবিরকে নতুন করে অক্সিজেন জোগাবে বলেই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।