মা ভবতারিণী করুণাময়ী, মায়ের কৃপায় কাটে বড় বড় বিপত্তি

মা ভবতারিণী করুণাময়ী, মায়ের কৃপায় কাটে বড় বড় বিপত্তি

আজবাংলা        মা ভবতারিণী এক অসীম দয়ার অন্য নাম ৷ মায়ের কৃপায় সন্তানের জীবন আরও সুন্দর হয় ৷ মা করুণাময়ী, তিনি সন্তানের মনের সমস্ত কথা বুঝতে পারেন ৷ বিপদ থেকে আগলে রাখেন ৷ মা ভবতারিণী জীবনকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ নতুন করে পথ দেখান ৷ 

মা ভবতারিণী জীবনের সকল সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়ান ৷ তিনি সব সময়েই সমস্ত রকমের খারাপ পরিস্থিতির বিরুদ্ধে লড়ার শক্তি দেন ৷ মা ভবতারিণীর কাছে কোনও উচ্চ, নীচ বা দীনহীন নেই ৷ মা সব সময়েই রক্ষা করে থাকেন ৷ 

মা ভবতারিণী জীবনের সমস্ত ক্ষেত্রেই এক নতুন সাফল্যের ঠিকানায় ভক্তকে পৌঁছে দেন ৷ মা ভবতারিণীর আশীর্বাদেই গদাধর চট্টোপাধ্যায় শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবে পরিণত হয়েছিলেন ৷ অপার করুণাময়ী মা দয়ার এক পরম সাগর ৷ 

মা ভবতারিণীর কৃপায় সমস্যা কাটে নিমেষেই ৷ তিনিই সর্বদা রক্ষা করেন ৷ খারাপ সময় কেটে যায় নিমেষেই, মা ভবতারিণী রক্ষা করেন সমস্ত রকমের খারাপের হাত থেকে ৷ সংসারের অত্যন্ত সমস্যাকর পরিস্থিতি থেকে এক নিমে৷ষেই মুক্তি দেন মা ভবতারিণী ৷ 

মা ভবতারিণীর আশীর্বাদে দক্ষিণেশ্বরের মন্দির বিশ্বের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম ৷ মা ভবতারিণীর কৃপায় সংসার অত্যন্ত সুখের হয়ে থাকে ৷ মায়ের আশীর্বাদ মাথায় থাকলে জীবন আরও সুখের হয় ৷ মা ভবতারিণী জীবনকে নতুন করে শুরুর অনুপ্রেরণা জোগান ৷