শনিবার সন্ধ্যেবেলায় শুধুমাত্র এটুকু করলেই তুষ্ট হন গ্রহরাজ শনিদেব

আজবাংলা আগামীকাল শনিবার অর্থাৎ গ্রহরাজ শনিদেবের বার | নিজের ও পরিবারের পরিজনেদের দীর্ঘায়ু হয়, শনিদেবের আশীর্বাদে | এক এক করে বাধা বিপত্তি কাটে তার কৃপায় | শনিদেবের মহাদশা অর্থাৎ ঢাইয়া বা সাড়ে সাতি সম্পূর্ণরূপে কেটে যায় | দাম্পত্য জীবনে সুখের বর্ষা হতে থাকে ৷ জীবনকে আনন্দে ভরিয়ে তোলে ৷ জীবনে সুখ ও সমৃদ্ধি চিরতরে বাস করে ৷
শনিদেবকে বলা হয় গ্রহরাজ, তাঁর কৃপাতে কাটে বিপত্তি ৷ প্রচলিত আছে শনিদেব যাঁর উপরে সন্তুষ্ট হন, তাঁর জীবনে উন্নতির জোয়ার বয়ে যায় ৷ গ্রহরাজ যদি অসন্তুষ্ট হন তাহলে বাধা বিপত্তি বা বড়সড় দুঃখ কিছুতেই পিছু ছাড়েনা ৷ আর তিনি সন্তুষ্ট থাকলে জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে ৷
প্রতি শনিবার বড়বাবা অর্থাৎ গ্রহরাজ শনিদেবের পুজো করতে হয়, তাঁকে সন্তুষ্ট রাখতে হয়, একই সঙ্গে বজরঙ্গবলির পুজো করলে মহাদশার মহাচাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ এবার জেনে নিন কি করলে গ্রহরাজ শনিদেব তুষ্ট হন | আজ শুক্রবার এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন তাহলে শনিবার বিপাকে পড়তে হবেনা আর |
১. শনিবার কখনই ডাল, তেল ও নুন কিনবেন না ৷ তামশিক (বিলাসি) আহার গ্রহণ করলেই ভাল হয় ৷ শনিদেব ভীষণ রকমের অপছন্দ করে থাকেন ৷
২. শনিবার বিশেষত নিরামিষ খেতে হয় ৷ সন্ধের পরে বড়বাবার মন্দিরে গিয়ে একটু বাতাসা ও এক টাকার কয়েন দিয়ে পুজো করতে হয় ৷ মনে রাখতে হয় বিশ্বাস, তবেই একটু একটু করে সব বাধা বিপত্তি কেটে যাবে ৷
৩. ধোয়া পোশাক পরে প্রদীপ জ্বালিয়ে দুই হাত জড় করে বাবার কাছে প্রার্থনা করতে হয় ৷ কঠিন সময় থেকে বার করার মিনতি বারেবারে করতে হয় ৷
৪. একমাত্র প্রবল নিষ্ঠা ও সংযোমের মাধ্যমেই চূড়ান্ত সমস্ত আশা-আকাঙ্খা পূরণ হতে পারে একমাত্র ৷