মহাষ্টমীর রাত্রে দেবি দর্শনে মানুষের ঢল, মেদিনীপুরের মণ্ডপে মণ্ডপে

মহাষ্টমীর রাত্রে দেবি দর্শনে মানুষের ঢল, মেদিনীপুরের মণ্ডপে মণ্ডপে

শুধুমাত্র শহরেই নয়, শহরতলীর বিভিন্ন পূজা মন্ডপে মন্ডপে দেখা দিল মানুষের ঢল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নবমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল থেকে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেই কথা কে মাথায় রেখে, অষ্টমীর দিন ভিড় লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, গড়বেত ও চন্দ্রকোনার বিভিন্ন পূজা মন্ডপে।

ঠাকুর ভক্তি ভিডিও জমিয়েছে ছোট থেকে বড় সকলেই, কিন্তু কোনভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব ব্যবহার করছে না মাক্স। গরবেতার রসকুণ্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছর পুজোর থিম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষীর ভান্ডার।

রসকুণ্ডু সর্ব্বজনীন দূর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে লক্ষীর ভান্ডারের পাশাপাশি বিভিন্ন মনীষীর মহাপুরুষদের বাণী লেখা পোস্টার দিয়ে সাজানো হয়েছে। সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগান প্রাণ বাঁচান, সেভ ড্রাইভ সেভ লাইফ, জল অপচয় না করার প্রচারে নেমে পড়েছে রসকুণ্ডু সার্বজনীন দুর্গাপূজা কমিটি।

সম্পূর্ণ মণ্ডপ থেকে একটি রাজবাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। অন্যদিকে চন্দ্রকোনার গোসাই অভিনন্দন ক্লাবের দুর্গা পূজোর থিম পোড়া মন্দির। পুরাতন দিনের একটুকরো মন্দিরকে তুলে ধরেছে প্যান্ডেল এর মাধ্যমে। সঙ্গী আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সম্পূর্ণ প্যান্ডেল টি। ঘাটাল মহকুমার মধ্যে আলোকসজ্জায় প্রথম পুরস্কার পেয়েছে অভিনন্দন দুর্গোৎসব কমিটি। সবে মিলিয়ে মহাষ্টমীর রাতে মানুষ দুর্গোত্সবের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নিয়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করলেন।